ভাটপাড়া, 14 জুলাই : ভাটপাড়া পুরসভায় গুলিচালনার ঘটনায় দু'জনকে আটক করল পুলিশ । পাশাপাশি পৌরসভার ভিতরে পুলিশ পিকেটিং বসানো হয়েছে । সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে পৌরসভা চত্বরে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ ৷
গতকালের ঘটনা নিয়ে স্পষ্ট করে কেউ কোনও কথা বলেননি ৷ তবে তৃণমূলের শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, "এটা একটি বিছিন্ন ঘটনা । পুলিশ তদন্ত করছে ৷ যারা দোষী, তারা সাজা পাবে ।" এদিকে পৌরসভা কর্তৃপক্ষকে খোঁচা দিয়ে বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন, "আমি যে সময়ে পুরসভার দায়িত্বে ছিলাম সেসময়ে দুষ্কৃতীরা এমনিতেই পালাত । সেখানে এমন অবস্থা হয়েছে যে আগ্নেয়াস্ত্র নিয়েই পৌরসভায় ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনেই । গতকাল যে ঘটনা ঘটিয়েছে সে হল দাগী সমাজ বিরোধী ৷ পুলিশের সাহস নেই তাকে ধরবে । এসব দুষ্কৃতীদের জেল থেকে বের করে তৃণমূল কংগ্রেস চলছে । গতকাল যেভাবে থানার সামনে দিনের আলোয় একজনকে মারধর করে গুলি চালাল তার ভিডিয়ো পেয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না ।"