বারাসত, ১১ মার্চ : নিউটাউনে জাল ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড তৈরির চক্রের হদিশ পেল পুলিশ। ওই চক্রের সঙ্গে জড়িত দু'জনকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম বিজয় বিশ্বাস ও অভিষেক গাইন। গতকাল তাদের বারাসত আদালতে তোলা হলে ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
নিউটাউনে জাল নথি তৈরির চক্রের হদিশ, গ্রেপ্তার ২ - fake documents
জাল ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড তৈরির চক্রের সঙ্গে জড়িত দু'জনকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের নাম বিজয় বিশ্বাস ও অভিষেক গাইন। গতকাল তাদের বারাসত আদালতে তোলা হলে ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।
নিউটাউনের স্বামীজি নগরের বাসিন্দা বিজয় ও অভিষেক। এক বছর আগে নিউটাউনেরই শান্তিময় নগরে মোবাইলের দোকান করার নামে ঘর ভাড়া নয় দু'জন। প্রথমে মোবাইলের দোকান করলেও পরে তা তুলে দিয়ে ফোটোকপির দোকান খোলে। এর আড়ালেই জাল নথি তৈরির ব্যবসা শুরু করে। শনিবার দুপুরে গোপন সূত্র মারফত খবর পেয়ে ওই দোকানে হানা দেয় পুলিশ। বিজয় ও অভিষেককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে, তাদের গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ।
বিজয় ও অভিষেকের দোকান থেকে প্রচুর জাল ভোটার কার্ড,আধার কার্ড ও প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দোকানের কম্পিউটারসহ বেশ কিছু ডিভাইস।