বসিরহাট, 15 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার বসিরহাটের দাপুটে বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে । মিনাখাঁর একটি ইটভাটা থেকে পুলিশ ওই দু'জনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম গফুর সরদার ও হাসান বৈদ্য । ধৃত গফুরের বাড়ি হাড়োয়া থানার আমতা মাঝেরপাড়ায় । হাসান ন্যাজাট থানার মঠবাড়ি এলাকার বাসিন্দা । সোমবার ধৃত দু'জনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয় । বিচারক তাদের 10 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
বসিরহাটের প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন বাবু মাস্টার । তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষও ছিলেন । শনিবার রাতে বসিরহাটে দলীয় কর্মসূচি সেরে কলকাতার বাড়ি ফেরার পথে দুষ্কৃতিরা তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে । ঘটনায় গুরুতরভাবে আহত হন বাবু মাস্টার । বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার মিনাখাঁ থানার সামনে বিক্ষোভ দেখায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক । বিক্ষোভকারী বিজেপি কর্মীরা থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন । পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের আটকে দেয় । বেশ কিছুক্ষণ ধরে ব্যারিকেড নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ঠেলাঠেলি হয় । থানার সামনে বিক্ষোভ দেখানোর পর মিনাখাঁ থানার ওসির কাছে বিজেপি কর্মীরা একটি স্মারকলিপি জমা দেন । তাঁরা বাবু মাস্টারের উপর হামলাকারী দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান । পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন :রাজ্য়ের ডিম-ভাত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিজেপির, পালটা জবাব ফিরহাদের
বিজেপি সাংসদ অর্জুন সিংও রবিবার বসিরহাটে গিয়ে বাবু মাস্টারের উপর হামলার ঘটনায় পুলিশকে নিশানা করেন । ঘরে-বাইরে পুলিশ চাপে পড়ে যায় । রবিবার রাতভর মিনাখাঁর বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি শুরু করে । ভোররাতে একটি ইটভাটা থেকে গফুর ও হাসানকে পুলিশ গ্রেপ্তার করে । তবে তারা দু'জন ঘটনার সঙ্গে কীভাবে জড়িত, পুলিশ তা জানাতে চায়নি । বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকল্যাণ বৈদ্য বলেন, ‘‘পুলিশ চাপে পড়ে ওই দু'জনকে ধরেছে । আসল অপরাধীদের আড়াল করতেই পুলিশ ওই দু'জনকে ধরেছে । পুলিশ আসলে আইওয়াশ করছে ।’’ তৃণমূল নেতা শমীক রায়চৌধুরী বলেন, ‘‘বাবু মাস্টার সন্দেশখালিতে বিজেপি কর্মী খুনে জড়িত । সেই তিনিই এখন বিজেপির নেতা হয়েছেন । তাই তাঁকে নিয়ে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে । তার জেরেই তাঁর উপর হামলা হয়েছে । পুলিশ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে।’’