পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP ছেড়ে ফের তৃণমূলে নৈহাটি ও গাড়ুলিয়ার 12 কাউন্সিলর - BJP

BJP ছেড়ে ফের তৃণমূলে নৈহাটি ও গাড়ুলিয়ার 12 কাউন্সিলর ৷ আজ তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম ৷

নৈহাটি পৌরসভা

By

Published : Aug 17, 2019, 10:07 PM IST

কলকাতা, 17 অগাস্ট : দল ছেড়ে BJP-তে যোগদানকারী কাউন্সিলররা ফের তৃণমূলে ৷ আজ নৈহাটি ও গাড়ুলিয়া পৌরসভার দলত্যাগী কাউন্সিলররা ফের তৃণমূলে যোগদান করলেন ৷ দলে ফিরে আসা কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দেন কলকাতা পৌরনিগমের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

BJP-তে চলে যাওয়া নৈহাটি ও গাড়ুলিয়া পৌরসভার কাউন্সিলরদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, "আমি খুশি আমার ভাই, বোনরা সবাই একসঙ্গে আবার মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন ৷ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলছেন ৷ অর্থাৎ যাঁরা যাচ্ছেন, তাঁরা ফেরত চলে আসছেন ৷" নৈহাটি পৌরসভার 31 জন কাউন্সিলরের মধ্যে BJP-তে যোগদান করেছিলেন 18 জন ৷ এদের মধ্যে 10 জন ফের তৃণমূলে যোগদান করেন ৷ নৈহাটি পৌরসভার তৃণমূলের মোট কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল 23 ৷ ফলে ফের নৌহাটি পৌরসভা সহজেই দখল নিতে পারবে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে, গাড়ুলিয়া পৌরসভার মোট 21 জন কাউন্সিলরের মধ্যে তৃণমূলের ছিলেন 18 জন কাউন্সিলর ৷ কিন্তু তাদের মধ্যে 10 জন কাউন্সিলর দল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন ৷ তাঁদের মধ্যে দু'জন কাউন্সিলর ফিরে এসেছেন ৷ ফলে ওই পৌরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল 10 ৷ ফলে নৈহাটির পাশাপাশি গাড়ুলিয়া পৌরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : নির্বাচিত জনপ্রতিনিধি নয়, এবার নৈহাটি পৌরসভাতেও প্রশাসক

পাশাপাশি, আজ তৃণমূল ভবনে ফিরহাদ হাকিম জানান, রাজ্যের পৌরসভার নির্বাচন একসঙ্গে করতে ইচ্ছুক সরকার ৷ আগামী বছর সমস্ত পৌরসভার নির্বাচন যাতে একসঙ্গে করা যায়, সেজন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details