তেলাঙ্গানার তিন যুবকসহ সীমান্তে গ্রেপ্তার 12 - তেলেঙ্গানার তিন যুবক সীমান্তে গ্রেপ্তার
BSF তেলাঙ্গানার তিন যুবকের সঙ্গে ন'জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল । BSF তাদের ধরে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়।
স্বরূপনগর, 5 নভেম্বর : তেলাঙ্গানার তিন যুবক ও নয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তের ঘটনা।
পুলিশ ও BSF সূত্রে জানা গিয়েছে, তেলাঙ্গানার ওই তিন যুবক হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। তখন BSF-এর 112 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাদের হাতেনাতে পাকড়াও করে। তারা বাংলাদেশে প্রবেশ করার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। BSF তাদের ধরে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়।
পাশাপাশি দুই শিশু-সহ নয় জন বাংলাদেশিকেও হাকিমপুর সীমান্ত এলাকা থেকে BSF পাকড়াও করে। ওই নয়জন বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে চোরা পথে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত 12 জনকে পুলিশ এদিন বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বিচারক তাদের 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সন্তান-সহ ধৃত বাংলাদেশিরা জানিয়েছে, তারা কাজের খোঁজে ভারতে ঢুকেছিল। কিন্তু তেলাঙ্গানার ধৃত তিন যুবক কেন চোরাপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।