পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁকিনাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ব্যবসায়ীকে গুলি - কাঁকিনাড়া

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলে শৌচালয়ে যাওয়ার সময় গুলি করা হয় স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গির আনসারিকে ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে ৷ পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী ৷ তাকে ভাটপাড়া থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

try to murder businessman at Kankinara market
জাহাঙ্গির আনসারি

By

Published : Dec 15, 2019, 12:29 PM IST

কাঁকিনাড়া, 15 ডিসেম্বর : দুষ্কৃতীর গুলিতে জখম ব্যবসায়ী ৷ উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার খুবলাল সাউ বাজারের ঘটনা ৷

জখম ব্যবসায়ীর নাম জাহাঙ্গির আনসারি ৷ স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলে শৌচালয়ে যাওয়ার সময় গুলি করা হয় জাহাঙ্গিরকে ৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে ৷ পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী ৷ তাকে ভাটপাড়া থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

তবে কী কারণে জাহাঙ্গিরকে গুলি করে সে তা এখনও জানা যায়নি ৷ জখম জাহাঙ্গিরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাংকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তবে ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

স্থানীয় এক ব্যবসায়ী কমল মজুমদার বলেন, "আমরা সাধারণ ব্যবসায়ী ৷ ঘটনাটা কী তা সম্পর্কে কিছু বলতে পারব না ৷ তবে যেভাবে গুলি করা হয়েছে পাকা কোনও ক্রিমিনালের কাজ ৷ যাকে গুলি করা হয়েছে তিনি আমাদের মতই একজন ব্যবসায়ী ৷ তাঁর আচার-আচরণ ভালো ছিল ৷ কিন্তু কেন কেউ গুলি করল তা বলতে পারব না ৷ "

ABOUT THE AUTHOR

...view details