দেগঙ্গা, 31 জানুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick Car Accident)। সোমবার রাতে তাঁর গাড়িতে ধাক্কা মারে সবজি বোঝাই দশ চাকার একটি ট্রাক । দুর্ঘটনায় গাড়ির সামান্য ক্ষতি হলেও বরাতজোরে বেঁচে গিয়েছেন মন্ত্রী । সূত্রের খবর, দুর্ঘটনায় বনমন্ত্রীর কোনও আঘাত না-লাগলেও ঘটনার জেরে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তিনি । কিছুক্ষণ পর অবশ্য তাঁর গাড়ি রওনা হয়ে যায় নির্দিষ্ট গন্তব্যের দিকে । এই ঘটনায় মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।
দলীয় কর্মসূচি সেরে সোমবার রাতে দেগঙ্গা থেকে সল্টলেকের বাড়িতে ফিরছিলেন বনমন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । টাকি রোড ধরে মন্ত্রীর কনভয় যখন নূরনগর এলাকা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে সবজি বোঝাই দশ চাকার ট্রাকটি । তাতে সামান্য ক্ষতি হয়েছে মন্ত্রীর গাড়ির । তবে শারীরিক কোনও আঘাত লাগেনি । গাড়ির গতি কম থাকার কারণেই বড় দুর্ঘটনার হাত থেকে কোনওরকমে রক্ষা পেয়েছেন বনমন্ত্রী । এমনটাই খবর পুলিশ সূত্রে ।