সন্দেশখালি (উত্তর 24 পরগনা), 30 মে : যশ বিধ্বস্ত সুন্দরবনের সন্দেশখালিতে ত্রাণসামগ্রী পৌঁছে দিল তৃণমূলের যুব সংগঠন । রবিবার দুর্গত মানুষের জন্য জল, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে সন্দেশখালির ধামাখালিতে এসে পৌঁছায় তৃণমূলের যুব কংগ্রেসের এক প্রতিনিধিদল । এর পর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর উপস্থিতিতে সেই সমস্ত খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয় নেতৃত্বের হাতে । তারাই যশ বিধ্বস্ত সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের দুর্গত মানুষের কাছে সেই ত্রাণসামগ্রী পৌঁছে দেবে । হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি বিধানসভার তৃণমূলের আহ্বায়ক শেখ শাহজাহান, যুব তৃণমূলের রাজ্য নেতা সুরজিৎ মিত্র ৷
যশ এবং ভরা কোটালের জেরে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল । সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ’টি ব্লক জলে ভাসছে । ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ভেড়ি সমস্ত কিছু চলে গিয়েছে জলের তলায় । গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ । সবচেয়ে খারাপ অবস্থা সন্দেশখালি 1 ও 2নং ব্লক, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকের । রাস্তাঘাট, নদী-নালা চেনার উপায় নেই । ব্লকের বেশকিছু জায়গা পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে । উঠেছে ত্রাণ না মেলার অভিযোগও । যদিও, দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করেছে জেলা প্রশাসন । এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যুব তৃণমূল । জল, শুকনো খাবার, ওষুধপত্র এবং মহিলাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এদিন যুব কর্মীরা পৌঁছে যান যশ বিধ্বস্ত সন্দেশখালির ধামাখালিতে ।