বারাসত, 24 মে : রাজ্যে বাড়বাড়ন্ত করোনা পরিস্থিতি ৷ তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া ঘূর্ণিঝড় ৷ এই সময় রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ পাশপাশি সাংসদ তহবিলের টাকা বন্ধ করা নিয়েও কোন্দ্রীয় সরকারকে তুলোধনাও করেন তিনি ৷ অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলত্যগীদের ফের দলে ফেরা নিয়েও মন্তব্যও করেন ৷ রবিবার সাংসদ তহবিলের টাকায় করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় বেশকিছু চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম তিনি তুলে দেন বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডলের হাতে। হাজির ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য অশনি মুখোপাধ্যায় সহ অন্যরা। সেখানেই তিনি এমন মন্তব্য করেন ৷
শিয়রে যশ ৷ গতবছর আমফানের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য ৷ সেবিষয়ে বারাসতের সাংসদ বললেন, "মুখ্যমন্ত্রী নিজে এবিষয়ে প্রশাসক মণ্ডলীর সঙ্গে মিটিং করেছেন ৷ পাশাপাশি তিনি নিজে কন্ট্রোল রুমে থকবেন ওইদিন ৷ আমি রাজ্যবাসীর কাছে আবেদন করব, সাবধানে থাকুন , সতর্ক থাকুন ৷ যশের মোকাবিলায় রাজ্য তৈরি ৷"
বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়েছিলেন বহু তৃণমূল নেতা-নেত্রী ৷ এখন ফের তাঁরা দলে ফিরতে চাইছেন ৷ সেবিষয়ে তাঁর মন্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বময় নেত্রী। তিনি এই বিষয়ে আলোচনা করে নিশ্চয় কোনও না কোনও সিদ্ধান্ত নেবেন। তাই এখনই এই বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না। আমি কেরালার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে সবে পশ্চিমবঙ্গে ফিরেছি। ফলে, সোনালী গুহ কিংবা দলত্যাগী অন্যরা কী আবেদন করেছেন তা জানা নেই ৷"