পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোমাবাজির পর এবার পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের হুমকি

7 ডিসেম্বর ইটাল এলাকায় সরকারি প্রচার চালানোর সময় গৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী রাঙ্গু মণ্ডলের পথ আটকেছিল মানস ঘোষের অনুগামীরা । এরপর ওইদিন রাতেই তাঁদের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । আর এবার রাঙ্গু মণ্ডলকে রাস্তায় প্রকাশ্যে হুমকি দেওয়া হয় । উল্লেখ্য , গৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের অনুগামীদের সঙ্গে কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লকের সভাপতি মানস ঘোষের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল ।

Trinamool inner clash at Raiganj
পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ

By

Published : Dec 10, 2020, 11:24 AM IST

রায়গঞ্জ , 10 ডিসেম্বর : রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বাড়িতে বোমাবাজির পর এবার তাঁর স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল । প্রধানের স্বামী রাঙ্গু মণ্ডল দাবি করেন , একদল ব্যক্তি বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানের সামনে আচমকা তাঁকে ঘিরে ধরে । তারপর তাঁকে মেরে ফেলার হুমকি দেয় । ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । যার ফলে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস ।

রাঙ্গুবাবুর অভিযোগ, দুপুরে তিনি ইটাল এলাকার বাড়ি থেকে কিছুটা দূরে দেবীতলা বাজারের একটি চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন । ঠিক সেই সময় কয়েকজন তৃণমূলকর্মী সেখানে আসেন । বাড়িতে বোমাবাজি করা নিয়ে কেন তিনি থানায় অভিযোগ করেছিলেন , সেই বিষয়ে প্রশ্ন করেন । তাঁকে অভিযোগ তুলে নেওয়ার কথা বলা হয় । এরপরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । যদিও স্থানীয়রা তখন প্রতিবাদ করায় পিছু হটে ওই ব্যক্তিরা । এরপরেই রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয় ।

এই বিষয়ে রাঙ্গুবাবুর অভিযোগ , বোমাবাজির ঘটনার পর মানসবাবুর অনুগামী কয়েকজন তৃণমূল কর্মী বলে পরিচয় দেওয়া ব্যক্তি আমার কাছে আসে । তারপর কেন আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি সেই বিষয়ে প্রশ্ন করেন । অভিযোগ তুলে নেব না বলার পর তারা আমাকে খুনের হুমকি দেয় । আমি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ চাইছি । অন্যদিকে, এই বিষয়ে মানসবাবু বলেন, বিষয়টি আমার জানা নেই । ঘটনা প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন , "আমরা কোনওভাবেই গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করব না । দলের কর্মীদের সমস্যা মেটানোর চেষ্টা করব । "

আরও পড়ুন , রায়গঞ্জে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জের ?

গৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সীমা মণ্ডল ও তাঁর স্বামী রাঙ্গু মণ্ডলের অনুগামীদের সঙ্গে কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লকের সভাপতি মানস ঘোষের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল । মূলত , ব্লক কমিটিতে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল মানসবাবুর বিরুদ্ধে । অভিযোগ , এরপরেই সোমবার অর্থাৎ 7 ডিসেম্বর ইটাল এলাকায় সরকারি প্রচার চালানোর সময় প্রধানের স্বামী রাঙ্গু মণ্ডলের পথ আটকেছিল মানস ঘোষের অনুগামীরা । রাঙ্গু মণ্ডলের দাবি , ওইদিন রাতেই প্রধানের বাড়িতে বোমা ছোড়ে মানসবাবুর অনুগামীরা । মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা । এরপরই গতকাল রাঙ্গু মণ্ডলকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details