বরানগর, 20 অগস্ট: বিজেপি কর্মী ও তাঁর মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কাউন্সিলরের স্বামী ও তাঁর দলবলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বরানগর 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুটিঘাট বসাকবাগান অঞ্চলে ৷ আহত বিজেপি কর্মীর নাম শ্যামল দাস ৷ তিনি পেশায় গাড়িচালক ৷
জানা গিয়েছে, এলাকার সক্রিয় বিজেপি কর্মী এবং বুথ সভাপতি শ্যামল । শনিবার নিজের কাজ শেষে বাড়ি ফিরে স্থানীয় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি । অভিযোগ, সেই সময়ই বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করে ৷ তারই প্রতিবাদ করায় ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় । দুষ্কৃতীরা শ্যামলকে মারধর করছে দেখে ছুটে আসেন তাঁর মা ৷ তাঁকে বাঁচাতে গেলে মাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় পৌর প্রতিনিধি নিবেদিতা বসাকের স্বামী অঙ্কুরের দিকে ।
গুরুতর আহত অবস্থায় গতকাল রাতেই শ্যামলকে নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে । অবস্থার অবনতি হলে পরে তাঁকে আনা হয় কামারহাটিতে সাগর দত্ত হাসপাতালে । সেখানেই আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ বকসি । রবিবার শ্যামলের অবস্থার আরও অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।