বনগাঁ, 7 মে: লকডাউনের মাঝেই মদের দোকান খোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার । সেই সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামল খোদ শাসক দলই । বৃহস্পতিবার মদের দোকান বন্ধের দাবিতে পথে নামেন উত্তর 24 পরগনার বনগাঁর মতিগঞ্জ এলাকার তৃণমূল কর্মীরা ।
লকডাউন চলাকালীন সোমবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মদের দোকানে ভিড় উপচে পড়ছে । উত্তর 24 পরগনার বনগাঁর মদের দোকানগুলিতেও দেখা যাচ্ছে সেই ভিড়ের ছবি । মদ কেনার ভিড় সামলাতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হচ্ছে । লকডাউন উপেক্ষা করেই প্রতিদিন মদ কিনতে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়াচ্ছে । সামাজিক দূরত্ব মানছেন না কেউ । বনগাঁয় ইতিমধ্যেই কোরোনা রোগীর সন্ধান মিলেছে । মদের লাইনের ভিড় থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা । তাই মদের দোকান বন্ধের দাবিতে এবার বনগাঁর মতিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা । তাদের দাবি, লকডাউনের মধ্যে মদের দোকান খোলার পর থেকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে । লকডাউন উপেক্ষা করে এলাকায় বহু মানুষের জমায়েত হচ্ছে় । এর থেকে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । তাই অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে।
বনগাঁয় মদের দোকান খোলার বিরোধিতা তৃণমূলের - liquor shops
বনগাঁয় ইতিমধ্যেই কোরোনা রোগীর সন্ধান মিলেছে । মদের লাইনের ভিড় থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা । তাই মদের দোকান বন্ধের দাবিতে এবার বনগাঁর মতিগঞ্জ এলাকায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা ।
মদের দোকান বন্ধের দাবিতে আন্দোলনে খোদ শাসকদল
বনগাঁর 3 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভানেত্রী অনীতা ঘোষ বলেন, "মদের দোকান খুলে দেওয়ার পর থেকে এলাকায় জমায়েত বাড়ছে । কেউ সামাজিক দূরত্ব মানছে না । বাইরে থেকেও লোকজন আসছে । এলাকার পরিবেশ দূষিত হচ্ছে । তাই আমরা চাই অবিলম্বে মদের দোকান বন্ধ করা হোক ।" এক নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুদীপ ভদ্র বলেন, "বনগাঁয় কোরোনা ধরা পড়েছে । তার মধ্যে মদের দোকানে উপচে পড়া ভিড় । তাই মদের দোকান বন্ধের দাবি জানাচ্ছি ।"