বারাসত (উত্তর 24 পরগনা), 24 ডিসেম্বর: জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বিতর্ক সরিয়ে এবার পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভূয়সী প্রশংসা করতে শোনা গেল শাসক দলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty) । তিনি বলেন, "আমাদের মনের মতো রাজ্যপাল হয়েছে । উনি একজন দক্ষ প্রশাসক । তাই, তিনি ভালো কাজ করছেন । ওঁর কাজকর্মে আমরা খুব খুশি ৷"
শনিবার উত্তর 24 পরগনার বারাসতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক কর্মসূচিতে যোগ দেন স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ৷ সেখানে গিয়ে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) কটাক্ষ করেছেন তিনি । চিরঞ্জিত বলেন, "সংবিধান মেনে রাজ্যপাল সরকারের সঙ্গে সহমত রেখে স্বাভাবিক কাজকর্ম করবেন ৷ এটাই স্বাভাবিক । সেটা হয়তো পছন্দ হচ্ছে না শুভেন্দুদের । তাই, তিনি চটে গিয়ে বলতে শুরু করেছেন এই রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সখ্যতা রয়েছে ।
এর পরই বারাসতের বিধায়কের সংযোজন, ‘‘তাই, যদি হয়ে থাকে তাহলে তো শুভেন্দুর কথাতেই স্পষ্ট আগের রাজ্যপাল (জগদীপ ধনকড়)-এর সঙ্গে বিজেপির (BJP) দহরম মহরম ছিল । আমার চাই না রাজ্যপাল কোনও দলের হয়ে কাজ করুক ৷ রাজভবন কোনও দলের পার্টি অফিস হয়ে উঠুক সেটাও হওয়া উচিত নয় । যেটা বড় করে দেখা দিয়েছিল আগের রাজ্যপালের ক্ষেত্রে ৷"