খড়দা (উত্তর 24 পরগনা), 1 মার্চ: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) আগেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ৷ শাসক দলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এই মামলায় গ্রেফতারও হয়েছেন ৷ এবার তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো গাড়িতে গরুপাচারের অভিযোগ উঠল ৷ ঘটনাস্থল উত্তর 24 পরগনার (North 24 Parganas) খড়দা ৷ মঙ্গলবার এই নিয়ে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ওই এলাকায় ৷ পুলিশ গরু-সহ গাড়ি আটক করলেও কাউকে ধরতে পারেনি ৷ গাড়িতে চালক-সহ অন্য যারা ছিল, তারা আগেই পালিয়ে যায় ৷
ফলে ওই গাড়িতে তৃণমূল কংগ্রেসের পতাকা কেন ছিল, সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ তাই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগাযোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের স্থানীয় নেতা ৷ তিনি বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন ৷ অন্যদিকে সুযোগ বুঝে আসরে নেমে পড়েছে বিজেপি (BJP) ৷ তাদের কটাক্ষ, গরুপাচারই তৃণমূলের সংস্কৃতি ৷
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, এদিন সোদপুর ট্রাফিক মোড়ে একটি গাড়িকে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের ৷ সেখানে দায়িত্বে থাকা ট্রাফিকের কর্মীরা গাড়িটিকে থামার চেষ্টা করেন ৷ গাড়িটি থামার বদলে দ্রুতগতিতে এগিয়ে যায় ৷ কিছুটা যাওয়ার পর সোদপুর দত্ত রোডের কাছে বিটি রোডের উপর ডিভাইডারে গাড়িটি ধাক্কা মারে ৷ পুলিশ পৌঁছানোর আগে চালক-সহ গাড়িতে বাকি যারা ছিল, তারা পালিয়ে যায় ৷ পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে ৷ গরু উদ্ধার করেছে ৷