বসিরহাট, 4 জুলাই : আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত না-হয়েও ক্ষতিপূরণের সরকারি টাকা ছেলে, ভাই-সহ পরিবারের একাধিক ব্যক্তিকে পাইয়ে দিয়েছিলেন ৷ এই অভিযোগ উঠেছিল হিঙ্গলগঞ্জ ব্লকের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শহিদুল্লা গাজির বিরুদ্ধে ৷ স্থানীয়রা অভিযোগ তোলে, শহিদুল্লা গাজি তাঁর ছেলে ও ভাই-সহ কয়েকজন আত্মীয়কে ক্ষতিপূরণের টাকা অন্যায়ভাবে পাইয়ে দিয়েছেন ৷ ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । শেষ পর্যন্ত চাপে পড়ে শাহিদুল সাহেবের পরিবারের সদস্যরা আজ টাকা ফেরত দিলেন ।
গত 20 মে আমফান ঘূর্ণিঝড়ে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা না-পেলেও তৃণমূলের ব্লক সভাপতির আত্মীয়-পরিজনরা টাকা পেয়েছেন । ছেলে, ভাই ও আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়টি কবুল করে শহিদুল্লাহ সাহেব বলেন, ''আমার পরিবারে যারা টাকা পেয়েছে, তারা ইতিমধ্যে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছে। তবে আমার এক আত্মীয় প্রকৃত ক্ষতিগ্রস্ত । আমার দলের একাংশ চক্রান্ত করে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল ।"
চাপে পড়ে আমফানের ক্ষতিপূরণের টাকা ফেরালেন তৃণমূলের ব্লক সভাপতি - তৃণমূল সভাপতি
আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূলের এক ব্লক সভাপতির বিরুদ্ধে ৷ হিঙ্গলগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি শহিদুল্লা গাজি আমফানের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন তাঁর ভাই, ছেলে-সহ পরিবারের একাধিক ব্য়ক্তিকে ৷ স্থানীয়দের চাপে পড়ে শেষ পর্যন্ত সেই টাকা তিনি ফেরত দিতে বাধ্য হলেন ৷
তৃণমূল সভাপতি
জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি অবশ্য দলের ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ''শহিদুল্লাহ সাহেবের পরিবারের লোকেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ছেলে ও আত্মীয়-পরিজনদের অ্যাকাউন্টে আমফানের টাকা, চাপে পড়ে ফেরত দিলেন তৃণমূলের ব্লক সভাপতি ৷