পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় মৃত্যু বনগাঁর তৃণমূল ব্লক সভাপতির, শোকবার্তা মুখ্যমন্ত্রীর - CORONA INFECTED

শারীরিক অবস্থার অবনতি হলে তৃণমূল কংগ্রেস সভাপতি নন্দদুলাল বসুকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় । পরে নন্দবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয় । কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । এতদিন সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । বুধবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ নন্দবাবুর মৃত্যু হয় ৷

বনগাঁর তৃণমূল ব্লক সভাপতি
বনগাঁর তৃণমূল ব্লক সভাপতি

By

Published : May 20, 2021, 6:29 PM IST

বনগাঁ, 20 মে : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার নীলদর্পণ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নন্দদুলাল বসু ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 53 বছর। বুধবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর দলীয় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ৷ শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পরিবার সূত্রে খবর, চলতি মাসের 5 তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নন্দদুলালবাবু। জ্বর-সর্দির মত মৃদু উপসর্গ দেখা দিলে প্রাথমিকভাবে ডাক্তার দেখিয়ে বাড়িতেই তাঁর চিকিৎসা চলে । কিছুদিন পরে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে । ফের 13 তারিখ নাগাদ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় । পরে তৃমমূল নেতার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয় । কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । এতদিন সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । বুধবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ তিনি মারা যান ৷

কী বললেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, "নন্দবাবু আমাদের দীর্ঘদিনের সহ যোদ্ধা ছিলেন । 1993-94 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব আন্দোলনের সঙ্গী ছিলেন তিনি । তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর জন্য আমাকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" তিনি আরও বলেন, "তিনি আমাদের গর্ব ছিলেন । উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সর্বদা তাঁর পরিবারের সঙ্গে আছে ।"

আরও পড়ুন :প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই কাল নারদ মামলার শুনানি

খবর পেয়ে শোকবার্তা পাঠান তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশ মতো বৃহস্পতিবার তাঁর বাড়িতে পরিবারে সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী, দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details