পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হালিশহরে তৃণমূল-BJP সংঘর্ষ , সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ - Arjun Singh

শনিবার হালিশহর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল-BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ , তৃণমূল কর্মীরা কয়েকজন BJP কর্মীর বাড়ি ভাঙচুর করেছে । ঘটনার খবর পেয়ে BJP সাংসদ অর্জুন সিং দলের আক্রান্ত কর্মীদের বাড়ি যান । সেখান থেকে ফেরার সময় তৃণমূল কর্মীরা অর্জুনের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে । পালটা বিক্ষোভ করে BJP কর্মীরাও । তখন দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয় ।

Trinamool-BJP clash in Halishahar, Trinamool protests surrounding MP Arjun Singh's car
o

By

Published : May 30, 2020, 8:05 PM IST

হালিশহর , 30 মে : তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার হালিশহরে । BJP সাংসদ অর্জুন সিং ঘটনাস্থানে গেলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা । তখন দু'পক্ষের মধ্যে ফের গোলমাল শুরু হয় । ওই সংঘর্ষে কয়েকজন জখম হয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শনিবার হালিশহর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল-BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । অভিযোগ , তৃণমূল কর্মীরা কয়েকজন BJP কর্মীর বাড়ি ভাঙচুর করেছে । ঘটনার খবর পেয়ে BJP সাংসদ অর্জুন সিং দলের আক্রান্ত কর্মীদের বাড়ি যান । পরিবারের লোকের সঙ্গে কথা বলেন । সেখান থেকে ফেরার সময় তৃণমূল কর্মীরা অর্জুনের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে । পালটা বিক্ষোভ করে BJP কর্মীরাও । তখন দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বেধে যায় । তাতে দু'পক্ষের কয়েকজন জখম হয় । খবর পেয়ে বীজপুর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

সাংসদ অর্জুন সিং বলেন , “আমাদের দলের কয়েকজন কর্মীর বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । ভাঙচুর করেছে । আমি তাঁদের দেখতে গিয়েছিলাম । ফেরার পথে পুলিশের সামনে আমাদের উপর হামলা হয়েছে । পুলিশ তৃণমূল আশ্রিত কুখ্যাত এক দুষ্কৃতীকে পাহারা দিয়ে ওই এলাকায় তাণ্ডব করতে দিয়েছে । আমরা থানায় অভিযোগ করব । কিন্তু জানি পুলিশ ওদের ধরবে না ।”

তৃণমূলের ব্যারাকপুর সংসদীয় কমিটির সম্পাদক দিব্যেন্দু সরকার বলেন , “BJP-র গোষ্ঠীদ্বন্দ্বে সকালে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে । পরে অর্জুন সিং দলবল নিয়ে সেখানে হামলা চালিয়েছে । BJP-র সাংসদ দাঁড়িয়ে থেকে আমাদের কর্মীদের বেধড়ক মারধর করেছে ।”

ABOUT THE AUTHOR

...view details