পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার রাস্তায় এবার পিঙ্ক ট্যাক্সি, চালাবেন মহিলারা - pink taxi

আগামী দিনে কলকাতা শহরে দেখা যাবে মহিলা ট্যাক্সি চালক। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পে মহিলাদের জন্য প্রায় ৩৬ হাজার পিঙ্ক ট্যাক্সি বরাদ্দ করা হয়েছে।

pink taxi

By

Published : Feb 28, 2019, 5:44 AM IST

ব্যারাকপুর, ২৮ ফেব্রুয়ারি :আগামী দিনে কলকাতা শহরে দেখা যাবে মহিলা ট্যাক্সি চালক। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পে মহিলাদের জন্য প্রায় ৩৬ হাজার পিঙ্ক ট্যাক্সি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে কলকাতায় শুরু হয়ে গেছে এই প্রকল্পের কাজ। গতকাল নৈহাটিতে পৌরসভার বাস টার্মিনাস উদ্বোধন করতে এসে একথা বলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মন্ত্রী জানান, আগামী অর্থবর্ষে এই প্রকল্পে আরও এক হাজার মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মাত্র ১ লাখ টাকার বিনিময়ে ট্যাক্সি পাবেন মহিলারা।

নৈহাটিতে বাস টার্মিনাসটি ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এই টার্মিনাস থেকে সরকারি বাসের চারটি রুট আপাতত চালু করা হয়েছে। SBSTC-র বাস চলবে নৈহাটি থেকে দিঘা এবং নৈহাটি থেকে তারাপীঠ রুটে। অন্যদিকে WBSTC-র বাস নৈহাটি থেকে যাদবপুর এবং নৈহাটি থেকে নবান্ন রুটে চলাচল করবে। আগামী দিনে যাত্রী সংখ্যার ওপর নির্ভর করে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে এবং প্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রিত বাস এবং ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনাও রয়েছে পরিবহন দপ্তরের।

গতকাল টার্মিনাসের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম, উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details