শ্যামনগর, 26 এপ্রিল : শ্যামনগর স্টেশনে স্বয়ংক্রিয় সিগনাল বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত । সকাল সাড়ে সাতটায় সিগনাল প্যানেলে সমস্যা দেখা দেয় । ঘটনাস্থানে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়ররা । শুরু হয়েছে মেরামতের কাজ ।
শ্যামনগরে স্বয়ংক্রিয় সিগনাল বিকল, ব্যাহত ট্রেন চলাচল - train
পূর্ব রেলের শিয়ালদা-রানাঘাট মেইন শাখার শ্যামনগরে সিগনাল প্যানেল বিকল। ব্যাহত ট্রেন চলাচল।
স্টেশনে দাঁড়িয়ে ট্রেন
আজ সকাল সাড়ে সাতটায় পূর্ব রেলের শিয়ালদা-রানাঘাট মেইন শাখার শ্যামনগরের সিগনাল প্যানেলে সমস্যা দেখা দেয় । বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা । আপ ও ডাউন লাইনের প্রতিটা স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন । খবর পেয়ে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ররা ।
এদিকে অফিস টাইমে এই সমস্যা দেখা দেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা । ম্যানুয়াল সিগনালেই চলছে ট্রেন । প্রতিটা স্টেশনেই ট্রেন প্রায় আধঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছে ।
Last Updated : Apr 26, 2019, 11:07 AM IST