পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা মেইন শাখায় শুরু কাজ, বাতিল বহু ট্রেন - শিয়ালদা মেন শাখায় রেলের কাজ

শিয়ালদা মেইন শাখায় রেলের কাজের জেরে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল বহু ট্রেন ৷ ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং সিস্টেম এবং নৈহাটি থেকে কাঁকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ ফলে ট্রেন বাতিলে যাত্রীদের অসুবিধা হলেও উন্নততর রেল পরিষেবার স্বার্থে রেলের এই কাজের পক্ষে সায় দিয়েছেন সকলেই ৷

Sealdah main route
শিয়ালদা মেইন শাখায় রেলের কাজ

By

Published : Feb 9, 2020, 3:03 PM IST

Updated : Feb 9, 2020, 5:06 PM IST

শিয়ালদা, 9 ফেব্রুয়ারি : শিয়ালদা মেইন শাখার পরিষেবা আরও উন্নত করতে উদ্যোগী রেল ৷ তাই শুরু হয়েছে ইছাপুর-নৈহাটি ও কাঁকিনাড়া-নৈহাটির কাজ ৷ আজ থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷

কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন ও প্ল্যাটফর্মের কাজ চলছে

ইছাপুর থেকে নৈহাটি পর্যন্ত অটোমেটিক সিগনালিং সিস্টেম এবং নৈহাটি থেকে কাঁকিনাড়া পর্যন্ত চার নম্বর লাইন সংযুক্ত করার কাজ শুরু হয়েছে ৷ এই কারণে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল ঘোষিত ৷

শিয়ালদা মেইন শাখায় চলছে রেলের কাজ

এতদিন কাঁকিনাড়া স্টেশনে তিনটি লাইন ছিল ৷ এক নম্বর লাইন দিয়ে আপ ট্রেন, দুই নম্বর লাইন দিয়ে ডাউন ট্রেন ও তিন নম্বর লাইনটি কমোন লাইন ছিল ৷ বিগত দু'বছর ধরে কাঁকিনাড়া স্টেশনের 4 নম্বর লাইন ও প্ল্যাটফর্মের কাজ চলছে ৷ বর্তমানে যার প্রায় 90 শতাংশ কাজ সম্পন্ন ৷ আগামী কয়েকদিনের মধ্যেই কাজ দেখতে আসবেন রেলের আধিকারিকরা ৷ তারপরেই এই চার নম্বর লাইন চালুতে সিলমোহর পড়ে যাবে ৷ এরপর থেকে ব্যান্ডেল লোকাল কাঁকিনাড়ার এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পরিকল্পনা আছে বলে রেল সূত্রে জানা গেছে ৷ এই পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা হবে । কারণ, 4 নম্বর লাইন দিয়ে ট্রেন চালানো হলে ট্রেনের গতি কিছুটা বাড়বে এবং সময়মতো ট্রেন চললে যাত্রীদেরও অনেক সমস্যা মিটে যাবে।

Last Updated : Feb 9, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details