বারাসত, 28 জুলাই: সিগন্যাল বিভ্রাটের জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল । এর জেরে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন । চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের । রেল সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বারাসত স্টেশনের ডাউন লাইনে সিগন্যাল বিভ্রাট ধরা পড়ে । তার জেরেই এই সমস্যা । খবর পেয়ে রেল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিগন্যাল মেরামতের কাজে হাত দিলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি । ম্যানুয়াল পদ্ধতিতে আপাতত ট্রেন চলাচল শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য । প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেনই । বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে ।
শুধু তাই নয়, বামনগাছি স্টেশনে ডাউন বনগাঁ লোকাল এসে দাঁড়িয়ে থাকায় ওই ট্রেনের চালককে গালিগালাজ এবং মারধর করার চেষ্টার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে । কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা ওই যুবককেই পালটা মারধর করেন বলে খবর । যার জেরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে । পরে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ, অশান্তির সময় ওই ট্রেনের চালক বারবার আরপিএফের সহযোগিতা চেয়েছিলেন । কিন্তু স্টেশনে কোনও আরপিএফ না থাকায় তিনি তখন কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ । পরে অবশ্য রেল পুলিশের সহযোগিতায় শিয়ালদাগামী সেই ডাউন ট্রেন ছাড়ে বামনগাছি স্টেশন থেকে । তাও প্রায় একঘণ্টা পর । সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন পরিষেবা থমকে যাওয়ায় রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন যাত্রীদের একাংশ । যদিও এই নিয়ে এখনও পর্যন্ত রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
আরও পড়ুন : ক্রিপটো কারেন্সির নাম করে 17 লক্ষ টাকার প্রতারণা, বিহার ধেকে ধৃত চক্রের পাণ্ডা