বারাসত, 3 মার্চ: ট্রেনের চাকায় আটকে যুবকের কাটা পা । সেই অবস্থাতেই ছুটতে থাকল ট্রেন (Train Accident) । বৃহস্পতিবার এই ঘটনার সাক্ষী থাকলেন শিয়ালদা-হাসনাবাদ শাখার যাত্রীরা । ট্রেনের চাকায় আটকে এক স্টেশন থেকে আর এক স্টেশনে গেল দেহ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন 35 বছরের এক যুবক । মৃত যুবকের পরিচয় জানা যায়নি ।
প্রসঙ্গত, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কেউ আত্মহত্যা করলে সংশ্লিষ্ট চালকের দায়িত্ব তিনি তাঁর নিকটবর্তী স্টেশন কেবিনে বিষয়টি জানাবেন । এক্ষেত্রে ওই ট্রেনের চালক রেলের এই নিয়ম মেনেছিলেন কি না, তা এখন জানা যায়নি ।
আরও পড়ুন:Baharu Train Accident : ফের রেল লাইনে বসে মোবাইল গেমে বুঁদ, ট্রেনে ছিন্নভিন্ন দুই বন্ধু
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও আপ হাসনাবাদ লোকাল মালতিপুর স্টেশনে ঢুকছিল (Youth Death on Train Accident) । ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষায় ছিলেন যাত্রী । এমন সময় সকলের অলক্ষ্যে ওই লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দেন বছর ৩৫-এর অজ্ঞাত পরিচয় এক যুবক । ট্রেনের ধাক্কায় তাঁর দেহ আটকে যায় চাকার ভিতরে । শুরু হয় চিৎকার চেঁচামেচি ।
অভিযোগ, এপরেও ট্রেন থামাননি চালক । যুবকের দেহ টানতে টানতে পরবর্তী স্টেশন হাড়োয়ায় এসে পৌঁছনোর পর হুঁশ ফেরে ট্রেনের চালকের । এমনই অভিযোগ যাত্রীদের একাংশের । এরপর ওই স্টেশনে ট্রেন থামিয়ে যুবকের ছিন্নভিন্ন দেহ বের করতে উদ্যোগী হয় রেল কর্তৃপক্ষ । এদিকে ট্রেনের চাকার গতিতে যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় দেহাংশ বের করতে রীতিমতো কালঘাম ছুটে রেল কর্মীদের । ঘটনার জেরে সকালের দিকে শিয়ালদা-হাসনাবাদ শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে । বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় একের পর এক লোকাল ট্রেন । ফলে, অফিস টাইমে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রী থেকে নিত্য যাত্রীদের । রেল সূত্রে খবর, ওই শাখার আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বেলার দিকে ।