পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident : বারাসতে ট্র্যাফিক বুথের গার্ডওয়াল ভাঙল সরকারি বাস, আহত পুলিশকর্মী - Road Accident : রেড রোডের ধাঁচেই বারাসতে ট্রাফিক বুথের গার্ডওয়াল ভাঙল সরকারি বাস, জখম পুলিশ কর্মী

অনেকটা রেড রোডের মতোই পথ দুর্ঘটনা ঘটল বারাসতের কলোনি মোড়ে ৷ শনিবার সন্ধ্যায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাফিক বুথের গার্ডওয়ালে ধাক্কা মারে ৷ আহত হয়েছেন কর্মরত ট্র্যাফিক কর্মী ৷ তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

বারাসতে পথ দুর্ঘটনা ৷
বারাসতে পথ দুর্ঘটনা ৷

By

Published : Jul 4, 2021, 11:03 AM IST

বারাসত, 4 জুলাই : রেড রোডের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল বারাসতের পথ দুর্ঘটনা । শনিবার ভরসন্ধ্যায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জনবহুল কলোনি মোড়ের ট্র্যাফিক বুথের গার্ডওয়ালে । আহত হন কর্তব্যরত ট্র্যাফিক কর্মী । দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

বাস পরিষেবা চালু হওয়ার প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকে কলকাতার রেড রোড । ওইদিন যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের দেওয়াল ভাঙে ৷ বাসের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল বিবেকানন্দ দেব । দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা প্রায় 12 জন যাত্রী । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে দুর্ঘটনার কবলে পড়ল বারাসত-হাওড়া রুটের শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাস । কলোনি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাফিক বুথের গার্ডওয়ালে ধাক্কা মারে বাসটি ৷ বড়সড় অঘটনের হাত থেকে পথচলতি মানুষ রক্ষা পেলেও দুর্ঘটনায় জখম হয়েছেন সুশান্ত দাস নামে ট্র্য়াফিক পুলিশের এক কর্মী । তাঁর পায়ে চোট লাগে ৷ তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও কন্ডাক্টর । তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷

এদিন বাসের মধ্যে কোনও যাত্রী ছিলেন না ৷ যাত্রী ছাড়াই বাসটি চাঁপাডালি মোড় থেকে ফ্লাইওভার ধরে কলোনি মোড়ের দিকে আসছিল । ফ্লাইওভার থেকে নামতেই নিয়ন্ত্রণ হারান চালক । সোজা গিয়ে ধাক্কা মারে কলোনি মোড়ের ট্র্যাফিক বুথের গার্ডওয়ালে । সেই সময় জনবহুল ওই মোড়ের রাস্তায় ভিড় ছিল যথেষ্ট । ফলে বড়সড় কোনও অঘটন ঘটতেই পারত ৷ দুর্ঘটনায় কলোনি মোড়ের রেলিংও ক্ষতিগ্রস্ত হয়েছে । দুমড়ে-মুছড়ে গিয়েছে রেলিংয়ের ধারে রাখা বেশ কিছু সাইকেল ।

শনিবার সন্ধ্যায় বারাসতের কলোনি মোড়ে পথ দুর্ঘটনায় আহত হলেন এক পুলিশকর্মী ৷

প্রত্যক্ষদর্শী বাবলা পাল বলেন, "ফ্লাইওভার থেকে নামতেই সম্ভবত বাসটি ব্রেক ফেল করে । তবে চালকের বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন পথচলতি মানুষ । তিনি বাঁদিকের রুট বদলে ডানদিকে চলে আসেন । তখনই গার্ডওয়ালে ধাক্কা মারলে আহত হন ওই ট্র্যাফিক পুলিশকর্মী ৷"

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনস্থলে আসে বারাসত থানার পুলিশ । তার আগেই দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক এবং কন্ডাক্টর পালিয়েছে ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্তও শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Red Road Accident : পরিবহণ চালুর প্রথম দিনই রেড রোডে দুর্ঘটনায় মিনিবাস, মৃত্যু পুলিশ কর্মীর

ABOUT THE AUTHOR

...view details