বারাসত, 14 জুলাই: দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় জখম হয়েছিলেন এক সাইকেল আরোহী । চালককে ধাওয়া করতে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী । তখনই ট্রাকের গতি বাড়িয়ে দেয় চালক । ট্রাকের চাকাতে পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর । তাঁর নাম গৌরাঙ্গ বিশ্বাস (51) । যশোর রোডের জগদিঘাটা কাজিপাড়ার ঘটনা । গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে ।
প্রতিদিনের মতো আজ সকালেও জগদিঘাটা কাজিপাড়া মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন গৌরাঙ্গবাবু । তাঁরই সঙ্গে ডিউটি করছিলেন আরও তিনজন ট্রাফিক পুলিশকর্মী । সকালের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে । রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি । স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থানে যান গৌরাঙ্গবাবু । ট্রাক চালককে আটক করার চেষ্টা করেন তিনি । অভিযোগ, সেই সময় ভয় পেয়ে ট্রাকের গতি বাড়িয়ে দেয় ট্রাক চালক । ধাক্কা মারে গৌরাঙ্গবাবুকে । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । এরপর, স্থানীয়রা ট্রাক চালককে ধরে ফেলে । খবর দেওয়া পুলিশে । ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে।