বারাসত, 10 এপ্রিল : চালক সুরক্ষিত থাকলে তবেই যাত্রীরা সুরক্ষিত থাকবেন ৷ তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই গাড়ি চালকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়েজন করেছিল বারাসত জেলা পুলিশ ৷ শনিবার বারাসত ট্রাফিক গার্ডের অফিসে বাস, অটো ও টোটো চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ সেই সঙ্গে চক্ষু পরীক্ষাও হয় ৷ ‘সেফ ড্রাইভ ও সেফ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসাবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল ৷
যাত্রী সুরক্ষা নির্ভর করে চালকেদের উপর ৷ তাই যে সকল চালকরা যাত্রীবাহী গাড়ি চালান তাদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি ৷ কারণ চালক অসুস্থ থাকলে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে ৷ যাত্রী সুরক্ষার্থে চালকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি ৷ তাই টোটো, অটো ও বাস চালকদের স্বাস্থ্য পরীক্ষা করাতে এগিয়ে এল বারাসত পুলিশ ৷ শনিবারের ওই শিবিরে বারাসতের বিভিন্ন স্ট্যান্ডের বাস, অটো ও টোটো চালকরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন । জেলা পুলিশের অন্তর্গত বারাসত ট্রাফিক গার্ডের এই অভিনব উদ্যোগে খুশি টোটো, বাস ও অটোর চালকরা । তাঁরাও মনে করছেন যাত্রী সুরক্ষায় শারীরিকভাবে সুস্থ থাকা একান্তই দরকার ।