পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অচলাবস্থা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে শুরু বাণিজ্য

ভারত থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে রপ্তানি বন্ধ থাকায় বেনাপোলের তরফে পালটা রপ্তানি বন্ধ করা হয় ৷ গতকাল বিকেল থেকে পুরোদমে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হল ৷

indo-bangladesh border trade
পেট্রাপোল সীমান্ত

By

Published : Jul 6, 2020, 8:09 AM IST

পেট্রাপোল, 6 জুলাই : জট কাটিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের শুরু হল সীমান্ত বাণিজ্য ৷ গতকাল বিকেল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে । প্রথম দিনে বাংলাদেশ থেকে পাঁচটি পণ্যবাহী ট্রাক ভারতে এসেছে । পাশাপাশি মাছবাহী চারটি ট্রাক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ গেছে । অচলাবস্থা কেটে যাওয়ায় আজ থেকে দুই দেশের মধ্যে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হল ।

পেট্রাপোল বন্দর সূত্রে খবর, সীমান্ত দিয়ে বাণিজ্যের ক্ষেত্রে সমস্তরকম সুরক্ষাবিধি মানা হবে । গতকাল বাংলাদেশি ট্রাক চালকরা PPE পরে এদেশে আসেন । এর আগে আমদানির জন্য বাংলাদেশের বেনাপোল ক্লিয়ারিং সংস্থার পক্ষ থেকে কয়েকবার আবেদন করা হয় ৷ কিন্তু, সুরাহা না হওয়ায় গত সপ্তাহ থেকে পেট্রাপোলে অস্থায়ীভাবে রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার । তারপর চারদিন দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ ছিল । ফলে, পেট্রাপোলে মাছ এবং বিভিন্ন পচনশীল সামগ্রী সহ প্রায় 1600 পণ্যবাহী ট্রাক রপ্তানির জন্য অপেক্ষায় ছিল । একইভাবে বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে ছিল 700-র বেশি পণ্যবাহী ট্রাক ।

পুরোদমে শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য

এর পরে দুই দেশের সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয় ৷ শেষে দু’দেশের মধ্যস্থতায় রবিবার বিকেল থেকে আমদানি-রপ্তানি শুরু হয় । এই বিষয়ে পেট্রাপোল সীমান্তের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । ফলে, চারদিন পর আমদানি-রপ্তানি শুরু হয়েছে । পণ্য আমদানি-রপ্তানির সময় স্বাস্থ্যবিধির বিষয়টি মান্যতা দেওয়ার চেষ্টা করা হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details