বারাসত, 24 ফেব্রুয়ারি: আনিশ খুনে তৃণমূলের বড় বড় মাথা জড়িত । তাই সিবিআই তদন্তের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার ভোট প্রচারে বারাসতে গিয়ে এমনই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha on Anish Khan Death)। তিনি বলেন,"তৃণমূলের দুর্নীতি ধামাচাপা দিতে আনিশ খানের মুখ বন্ধ করা প্রয়োজন ছিল । তাই তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । খুনের সঙ্গে তৃণমূলের অনেক বড় বড় নেতা ও মন্ত্রী জড়িত । সত্য ধামাচাপা দিতেই হোম গার্ড এবং সিভিক ভলান্টিয়ারকে বলির পাঁঠা করা হয়েছে ৷"
নিহত আনিশের পরিবারের সিবিআই তদন্তের দাবিকেও এ দিন সমর্থন করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha at Barasat)। এ বিষয়ে তিনি বলেন,"শত চাপ দেওয়া সত্ত্বেও আনিশের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন । তাঁদের এই অনড় মনোভাব প্রশংসার যোগ্য ৷" মুখ্যমন্ত্রীর সিবিআই তদন্তের বিরোধিতা নিয়েও এ দিন তাঁকে কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই তদন্ত হলে রাজ্যের পুলিশের মনোবল ভেঙে যাবে । আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে চাই, বিরোধী নেত্রী থাকাকালীন দিনে তিনবার সিবিআই তদন্তের দাবিতে সরব হতেন তিনি । তখন পুলিশের মনোবল ভাঙার কথা মনে পড়েনি তাঁর ? পুলিশের মনোবল নষ্ট হয়নি তখন ? সিবিআই তদন্ত হলেই আনিশ খুনের প্রকৃত ঘটনা সামনে আসবে । যেটা চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ৷"
আরও পড়ুন:Anish Khan Death Case : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর