পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল বনগাঁ পৌরসভার আস্থাভোট, জারি 144 ধারা - tmc

আগামীকাল সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত জারি থাকবে 144 ধারা । যে কোনওরকম রাজনৈতিক অশান্তি এড়াতেই বনগাঁ মহকুমার পক্ষ থেকে আজ শহর জুড়ে মাইকিং করা হয় ।

বনগাঁ পৌরসভায় আস্থা ভোট

By

Published : Jul 15, 2019, 11:33 PM IST

Updated : Jul 16, 2019, 11:51 PM IST

বনগাঁ, 15 জুলাই : আগামীকাল বনগাঁ পৌরসভায় আস্থাভোট । আর এই আস্থাভোটকে ঘিরে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারির জন্য শহর জুড়ে মাইকিং করা হয় । আগামীকাল সকাল 7টা থেকে সন্ধে 7 পর্যন্ত বনগাঁ পৌরসভার 500 মিটার এলাকায় জারি থাকবে 144 ধারা ।

আজ বনগাঁ মহকুমার পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হয় । প্রচার করা হয়, আগামীকাল 12 ঘণ্টার জন্য জারি থাকবে 144 ধারা । পৌরসভা এলাকায় একসঙ্গে পাঁচজনের বেশি ব্যক্তির প্রবেশ নিষেধ । প্রশাসনকে সহযোগিতার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে ।

বনগাঁ পৌরসভায় কাউন্সিলর সংখ্যা 22 । 20 জন তৃণমূলের । বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলরের সংখ্যা 2 । জুন মাসের 6 তারিখ 11 জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন । তার তিনদিন পর আরও 3 জন কাউন্সিলরও তাতে যোগ দেন । ওই 14 জন কাউন্সিলরের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগ দেন । তবে অনাস্থা প্রস্তাব জমা দিলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । পরে কলকাতা হাইকোর্ট মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট চলতি মাসের 11 জুলাই নির্দেশ দেয়, 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । ঠিক হয়, চলতি মাসের 16 তারিখ অনাস্থা ভোট হবে ।

প্রশাসনিক সূত্রে খবর, আস্থাভোটকে ঘিরে যে কোনওরকম রাজনৈতিক অশান্তি এড়াতেই আগামীকাল 144 ধারা জারির সিদ্ধান্ত । ইতিমধ্যেই শহরের বিভিন্ন এন্ট্রি ও এগজ়িট পয়েন্ট ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ ।

Last Updated : Jul 16, 2019, 11:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details