কলকাতা, 29 মে: নৈহাটি পৌরসভার সামনে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নেত্রী মমতা ব্যানার্জি । অভিযোগ, রাজনৈতিক হিংসার জেরে বহু তৃণমূলকর্মী ঘর ছেড়েছেন । তাঁদের ঘরে ফেরাতেই এই কর্মসূচি ।
দলের ঘরছাড়া কর্মীদের ফেরাতে নৈহাটিতে অবস্থান করবেন মমতা - নরেন্দ্র মোদি
BJP-র "সন্ত্রাস"-এর জেরে ঘরছাড়া দলীয় কর্মীদের ফেরাতে বৃহস্পতিবার নৈহাটিতে অবস্থান করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ।
আগামীকাল দিল্লিতে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতার । কিন্তু আজই একটি টুইট করে তিনি জানান, BJP মৃত্যু নিয়ে রাজনীতি করছে, তাই শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না । তিনি আরও বলেন, "বিভিন্ন মিডিয়ায় দেখলাম রাজ্যে রাজনৈতিক হিংসায় 54 জন খুন হয়েছেন বলে BJP দাবি করছে । এটা একেবারে অসত্য । রাজ্যে রাজনৈতিক হিংসায় কেউ খুন হননি । ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ এবং অন্য কারণে ওই 54 জনের মৃত্যু হয়ে থাকতে পারে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । এরকম কোনও তথ্য নেই ।"
উল্লেখ্য , গত সোমবার ভাটপাড়ার একটি পরিবার প্রশাসনের সাহায্য চাইতে নবান্নে গিয়েছিল। তাদের অভিযোগ, BJP-র সন্ত্রাসের জেরে তারা দীর্ঘদিন ঘরছাড়া । রাজ্য পুলিশের DG-র কাছে তারা অভিযোগ করেছিল, দুষ্কৃতীরা খুন, ধর্ষণের হুমকি দিচ্ছে । তাই ভয়ে বাড়ি ফিরতে পারছে না । DG আশ্বাস দিয়েছিলেন ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে । সেই ঘটনার 48 ঘণ্টা কাটতে না কাটতেই মমতা অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান ।