পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

12 দিন ধরে নিখোঁজ, মেয়েকে ফিরে পেতে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার

12 দিন ধরে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার ৷ আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার ৷

নিখোঁজ কিশোরী নবনীতা রায়

By

Published : Aug 1, 2019, 1:14 PM IST

বারাসত, 1 অগাস্ট : 12 দিন ধরে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার ৷ বারাসতের ন'পাড়ার ঠাকুরনগরপল্লির ঘটনা ৷

ঠাকুরনগরপল্লির বাসিন্দা বছর ষোলোর নবনীতা রায় গত 20 জুলাই বিকেলে ময়না চেকপোস্ট এলাকায় প্রাইভেট টিউশনে যায় ৷ তারপর থেকেই আর কোনও খোঁজ নেই তার ৷ বারাসত থানায় কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করলেও কোনও কাজ হয়নি ৷ কেটে গেছে 12 দিন ৷ এখনও ওই কিশোরীর কোনও হদিশ পায়নি পরিবার ৷ তাই বাধ্য হয়ে জেলা পুলিশ সুপার সি সুধাকরের দ্বারস্থ হয়েছে তারা ৷ নবনীতার বাবা, শরবিন্দু রায় বলেন, "20 জুলাই ময়না চেকপোস্ট এলাকায় নবনীতা পড়তে গেছিল ৷ কিন্তু রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় বারাসত থানায় মিসিং ডায়েরি করি ৷ বারবার পুলিশের কাছে গেলেও কোনও সদর্থক পদক্ষেপ করেনি ৷" শরবিন্দুবাবুর অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণের সঙ্গে জড়িত স্থানীয় যুবক পলটু ও তার পরিবার ৷ তাঁর কথায়, নবনীতা নিখোঁজ হওয়ার পরদিন থেকেই পলটুরা উধাও । তাই, সন্দেহ বাড়ছে ।

আরও পড়ুন : মধ্যমগ্রামে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, খুনের চেষ্টা BJP কর্মীকে ; অভিযুক্ত তৃণমূল

বারাসত পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়েই নবনীতার বাবা শরবিন্দু রায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, "এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ কিশোরীর খোঁজ পেতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details