পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দমদম পার্কে বোমা-গুলি, জখম যুব তৃণমূল নেতা - দমদম

প্রায় ১০-১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোমা ছুড়ে হামলা করে । ঘটনাস্থানে থাকা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের গায়ে লাগে বোমের স্পি্লন্টার। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় তার বাঁ পায়ে একটি গুলি লেগেছে ৷

TMC
দমদম পার্কে চলল বোমা গুলি

By

Published : Dec 20, 2019, 10:23 PM IST

Updated : Dec 20, 2019, 11:32 PM IST

দমদম, 20 ডিসেম্বর : দমদম পার্কে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা ৷ আজ সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ প্রসাদকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে । একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাস্থানে বোমাও ফাটানো হয় বলে জানা গেছে ৷ হামলায় বিশ্বজিৎ প্রসাদ এবং আরও তিন তৃণমূল কর্মী জখম হয়েছেন ৷ ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় বাসিন্দা

স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বজিৎ প্রসাদের বাঁ পায়ে গুলি লেগেছে ৷ প্রায় ১০-১২ জন দুষ্কৃতী বাইকে করে এসে দমদম পার্ক এলাকার ডাকঘর মোড়ে বোমা ছুড়ে হামলা করে । ঘটনাস্থানে থাকা দমদম পার্ক তরুণদল ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের গায়ে ছিটকে লাগে বোমের স্পি্লন্টার। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় তাঁর বাঁ পায়ে একটি গুলি লেগেছে ৷ বোমা ও গুলির শব্দে স্থানীয়রা বেরিয়ে এলে শূন্যে গুলি করতে করতে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়দের একাংশের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা ৷

গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে । সেখান থেকে পরে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ লেকটাউন থানার পুলিশ বাহিনী ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থান থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ৷

Last Updated : Dec 20, 2019, 11:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details