পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash দলীয় পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ - পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব তৃণমূল

তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবার সরব হলেন খোদ দলের কর্মী সমর্থকরাই (TMC Inner Clash)৷ সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে পথে নামলেন মিনাখাঁর তৃণমূল কর্মীরা ৷

Etv Bharat
মিনাখাঁয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

By

Published : Aug 24, 2022, 4:25 PM IST

বসিরহাট, 24 অগস্ট: দলীয় পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা(tmc workers protest against Panchayat Pradhan)। দুর্নীতিগ্রস্ত প্রধানের অপসারণ দাবিতে চলল রাস্তা অবরোধ ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ । এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সরগরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার মিনাখাঁর চাপালি পঞ্চায়েত এলাকা । এভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূলেও ৷ যদিও যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে বিপক্ষ গোষ্ঠীর লোকজন, সেই চাপালি পঞ্চায়েতের তৃণমূল প্রধান সবিতা মণ্ডলের অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ।

স্থানীয় সূত্রে খবর, চাপালি পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় । আগেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিপক্ষ গোষ্ঠীর লোকজন । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । বুধবার সকালে তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা জোটবদ্ধ হয়ে প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ফের প্রতিবাদে সামিল হন(tmc workers protest against corruption)।

আরও পড়ুন :পৌরকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

বসিরহাট মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । চলে প্ল‍্যাকার্ড হাতে অহরহ স্লোগানও । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । আন্দোলনকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান সবিতা মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ সদস্যরা সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় করে প্রতারণা করেছেন গ্রামবাসীদের সঙ্গে । লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কার্যত ফুলে ফেঁপে উঠেছেন পঞ্চায়েত প্রধান । সরকারি আবাস যোজনা হোক বা জব কার্ড‌, প্রতিটি ক্ষেত্রেই প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তার কাছ থেকে কাটমানি নিয়েছেন তিনি । কাটমানি না দিলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন গ্রামবাসীরা । সেই কারণে দুর্নীতিগ্রস্ত প্রধানের অপসারণের দাবিতে এদিন পথে নামেন দলেরই বিপক্ষ গোষ্ঠীর নেতা নিজামুদ্দিন মোল্লার অনুগামীরা ।

তাঁরা জানান, তৃণমূলের পুরনো সৈনিক হিসেবে প্রধানের দুর্নীতির কারণে দলের ভাবমূর্তি নষ্ট হোক তা কোনওভাবেই চাইছেন না তাঁরা । এদিকে, বিষয়টি হস্তক্ষেপ করার জন্য দলের জেলা নেতৃত্বের কাছে আবেদনও করেছেন তৃণমূলের ওই বিক্ষুদ্ধ গোষ্ঠীর লোকজন ।

আরও পড়ুন :বনগাঁ পৌরসভা উপনির্বাচনে উত্তেজনা, তৃণমূল বিজেপি হাতাহাতি

ABOUT THE AUTHOR

...view details