বসিরহাট, 24 অগস্ট: দলীয় পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা(tmc workers protest against Panchayat Pradhan)। দুর্নীতিগ্রস্ত প্রধানের অপসারণ দাবিতে চলল রাস্তা অবরোধ ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ । এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সরগরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার মিনাখাঁর চাপালি পঞ্চায়েত এলাকা । এভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূলেও ৷ যদিও যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে বিপক্ষ গোষ্ঠীর লোকজন, সেই চাপালি পঞ্চায়েতের তৃণমূল প্রধান সবিতা মণ্ডলের অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ।
স্থানীয় সূত্রে খবর, চাপালি পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় । আগেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিপক্ষ গোষ্ঠীর লোকজন । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । বুধবার সকালে তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা জোটবদ্ধ হয়ে প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ফের প্রতিবাদে সামিল হন(tmc workers protest against corruption)।
আরও পড়ুন :পৌরকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে