পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামিনে মুক্তি পেয়েই হাড়োয়ার তৃণমূল কর্মীকে খুন ! - হামলার মূল পাণ্ডা সবেরাত দফাদার

গতকাল হাড়োয়ার খাটড়া গ্রামের নিখোঁজ তৃণমূল কর্মী মুজিবর মোল্লার দেহ উদ্ধার হয় ৷ ২০১৮ সালের ১৪ অগাস্ট রাতে আচমকা হামলা হয়েছিল খাঁটরা দেওয়ানঘেরিতে । এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুজিবর । সেই হামলার মূল পাণ্ডা সবেরাত দফাদার একমাস আগে পুলিশের হাতে ধরা পড়ে । ২৮ দিন জেল হেপাজত হয়েছিল তার । বুধবার জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরে সবেরাত । সে রাত থেকেই নিখোঁজ ছিলেন মুজিবর ।

ফাইল ফোটো

By

Published : Aug 9, 2019, 5:27 AM IST

হাড়োয়া, 9 অগাস্ট : হাড়োয়া গোপালপুর ২ নম্বর পঞ্চায়েতের খাটড়া গ্রামের নিখোঁজ তৃণমূল কর্মী মুজিবর মোল্লার দেহ উদ্ধার হল গতকাল বিকেলে । স্থানীয় বাসিন্দারা এলাকার একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরে হাড়োয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

২০১৮ সালের ১৪ অগাস্ট রাতে আচমকা হামলা হয়েছিল খাঁটরা দেওয়ানঘেরিতে । এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুজিবর । সেই হামলার মূল পাণ্ডা সবেরাত দফাদার একমাস আগে পুলিশের হাতে ধরা পড়ে । ২৮ দিন জেল হেপাজত হয়েছিল তার । জেলের ভিতর থেকে বিভিন্ন সময় মুজিবরকে খুনের হুমকিও দিত । বুধবার জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরে সবেরাত । সে রাত থেকেই নিখোঁজ ছিলেন মুজিবর । গতকাল বিকেলে তাঁর দেহ মেলে ।

স্থানীয়রা জানিয়েছেন, সবেরাত আগে CPI(M) করত । বর্তমানে সে BJP ঘনিষ্ঠ । মুজিবরের সঙ্গে তার বিরোধিতা প্রথম থেকেই । একাংশের দাবি, সবেরাতই মুজিবরকে খুন করেছে । তার গ্রেপ্তারের দাবিও তোলা হয়েছে ।

এদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায়, মুজিবর ভুল দেখলেই প্রতিবাদ করত । তাই, তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল সবেরাতরা । ও জেল থেকে বেরিয়েই খুন করল । পুলিশের উচিত ওকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা । অন্যদিকে, BJP নেতৃত্বের দাবি, সবেরাত তাদের দলের কর্মী নয় । স্থানীয় এক নেতা বলেন, "ও কেন আমাদের দলের কর্মী হতে যাবে । জেলখাটা আসামি । তাকে আমরা দলে নেব না ।"

খুনের কারণ নিয়ে ধন্ধে পুলিশ । অনুমান, আগের আক্রোশ তো ছিলই সেইসঙ্গে মেছোভেড়ি দখলের লড়াইও থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details