হাড়োয়া, 9 অগাস্ট : হাড়োয়া গোপালপুর ২ নম্বর পঞ্চায়েতের খাটড়া গ্রামের নিখোঁজ তৃণমূল কর্মী মুজিবর মোল্লার দেহ উদ্ধার হল গতকাল বিকেলে । স্থানীয় বাসিন্দারা এলাকার একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরে হাড়োয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
২০১৮ সালের ১৪ অগাস্ট রাতে আচমকা হামলা হয়েছিল খাঁটরা দেওয়ানঘেরিতে । এর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুজিবর । সেই হামলার মূল পাণ্ডা সবেরাত দফাদার একমাস আগে পুলিশের হাতে ধরা পড়ে । ২৮ দিন জেল হেপাজত হয়েছিল তার । জেলের ভিতর থেকে বিভিন্ন সময় মুজিবরকে খুনের হুমকিও দিত । বুধবার জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরে সবেরাত । সে রাত থেকেই নিখোঁজ ছিলেন মুজিবর । গতকাল বিকেলে তাঁর দেহ মেলে ।