কামারহাটি, 4 জানুয়ারি: কামারহাটিতে শুটআউট। এবার তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আহত ওই তৃণমূল কর্মীর নাম আসিফ ওরফে কাল্লু। তাঁর হাত এবং পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভরদুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটির ষষ্ঠীতলা এলাকায়। গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন। পরে সাহস করে স্থানীয়রাই ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই তৃণমূল কর্মীকে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই খবর হাসপাতাল সূত্রে।
তবে কী কারণে ওই তৃণমূল কর্মীকে গুলি করা হল, কারণ অজানা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্তের স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে। যদিও গুলি চালনার ঘটনা নিয়ে পুলিশও যথেষ্ট ধোঁয়াশার মধ্যে। এ বিষয়ে তথ্য পেতে এলাকার লোকজনের সঙ্গে কথা বলছে কামারহাটি থানার পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্তও। কতজন দুষ্কৃতী এসেছিল, কোন পথে আততায়ীরা পালিয়ে গিয়েছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।