হাড়োয়া, 3 জুলাই: মুর্শিদাবাদের পর উত্তর 24 পরগনা। রাজ্যে ফের ভোটের বলি! বোমা বিস্ফোরণে এবার প্রাণ হারালেন হাড়োয়ার এক তৃণমূল কর্মী। জখম হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে খবর, সোমবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে পরিতোষ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর। ঘটনাস্থল থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।
যদিও পুলিশের এই তত্ত্ব নারাজ নিহতের পরিবার। তাঁদের দাবি, "জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করার পর বোমা মেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর সঙ্গে পরিবারের এক আত্মীয়ের হাত থাকতে পারে বলে অনুমান মৃতের বাড়ির লোকজনের।
ভোটের আর মাত্র পাঁচদিন বাকি। তার আগে গত 24 দিনে রাজ্যে 14 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ এই আবহে সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। জানা গিয়েছে,বছর 47-র পরিতোষের বাড়ি হাড়োয়ার শালিপুরের কুচেমারা গ্রামে। পেশায় তিনি একজন বাউল শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে রামায়ণের গান গেয়ে সংসার নির্বাহ করেন। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত পরিতোষ। রবিবার শালিপুরে দলের একটি সভাতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে গান করার কথাও ছিল তাঁর। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি ওই তৃণমূল কর্মী।
এরপরই, সোমবার সকালে পরিবারের লোকেরা জানতে পারেন, বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে পরিতোষের। সূত্রের খবর, বোমার আঘাতে ওই তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। স্প্রিন্টারের অংশ ঢুকে যায় শরীরের বিভিন্ন অংশে। ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান তৃণমূল কর্মী পরিতোষ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যাক্তি। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটি হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি ৷