পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-কে ১০-১২টা আসন পাইয়ে দেবে তৃণমূল : সূর্যকান্ত - undefined

আজ বারাসতে CPI(M) জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, তৃণমূলের সঙ্গে BJP-র সমঝোতা হয়েছে। রাজ্যে BJP-কে 10-12টা আসন পাইয়ে দেবে তৃণমূল।

CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

By

Published : Apr 16, 2019, 11:54 PM IST

বারাসত, 16 এপ্রিল : "তৃণমূলের সঙ্গে BJP-র সমঝোতা হয়েছে। BJP-কে ময়দান ছেড়ে দিয়েছে। রাজ্যে BJP-কে 10-12টা আসন পাইয়ে দেবে তৃণমূল।" আজ বারাসতে CPI(M) জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "প্রথম দফার ভোটে আলিপুরদুয়ার ও কোচবিহার ইতিমধ্যেই BJP-কে পাইয়ে দিয়েছে তৃণমূল। এবার দ্বিতীয় দফার ভোটেও 3টি আসন ছেড়ে দিচ্ছে BJP-কে। সেইজন্যই বুথ দখলকারী কর্মীদের BJP-তে ভিড়িয়ে দিচ্ছে শাসকদল।

সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রথম দফার ভোটের মতো ঢিলেঢালা ব্যবস্থা যদি দ্বিতীয় দফাতেও থাকে তবে আমরা কমিশন অফিসে গিয়ে আন্দোলন করব।"

মুর্শিদাবাদের 2টি আসনে CPI(M)-এর কোনও প্রার্থী না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওই 2টি আসনে আমাদের শক্তি কম ছিল। কংগ্রেস সেখানে প্রধান শক্তি। তাই, যাতে ভোট ভাগ না হয় সেকারণে ওই 2টি আসন কংগ্রেসকে ছেড়ে দিয়েছি। তবে

রাজ্যে বামেরা ক'টি আসন পেতে পারে, সে ব্যাপারে অবশ্য় সোজাসুজি কোনও উত্তর দেননি তিনি। তিনি কথা প্রসঙ্গ ঘুরিয়ে বলেন, 40টি কেন্দ্রে আমরা লড়ছি। আমাদের জনভিত্তি আছে কি না, তা ব্রিগেডে পরপর 2টি সভার ভিড় প্রমাণ করে দিয়েছে। মানুষ আমাদের সঙ্গেই আছে।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details