বারাসত, 16 এপ্রিল : "তৃণমূলের সঙ্গে BJP-র সমঝোতা হয়েছে। BJP-কে ময়দান ছেড়ে দিয়েছে। রাজ্যে BJP-কে 10-12টা আসন পাইয়ে দেবে তৃণমূল।" আজ বারাসতে CPI(M) জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "প্রথম দফার ভোটে আলিপুরদুয়ার ও কোচবিহার ইতিমধ্যেই BJP-কে পাইয়ে দিয়েছে তৃণমূল। এবার দ্বিতীয় দফার ভোটেও 3টি আসন ছেড়ে দিচ্ছে BJP-কে। সেইজন্যই বুথ দখলকারী কর্মীদের BJP-তে ভিড়িয়ে দিচ্ছে শাসকদল।
সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রথম দফার ভোটের মতো ঢিলেঢালা ব্যবস্থা যদি দ্বিতীয় দফাতেও থাকে তবে আমরা কমিশন অফিসে গিয়ে আন্দোলন করব।"