বাগদা, 6 জুলাই : এবার আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বাগদা ব্লকের কোনিয়াড়া । পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি । তৃণমূলের অভিযোগ, BJP পরিচালিত এই পঞ্চায়েতে আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতি হয়েছে ।
আজ দুপুরে এলাকার কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক কোনিয়াড়া 2 পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান । তৃণমূল কর্মীরা পঞ্চায়েত অফিসে ঢোকার চেষ্টা করেন । পঞ্চায়েত অফিসের গেট ভেঙে ফেলার উপক্রম হলে পুলিশ তাঁদের বাধা দেয় । সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সমর্থকরা । দলের মহিলা কর্মীরা পুলিশের উপর ঝাঁটা নিয়ে চড়াও হন । পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি ৷ ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী জখম হন বলেও অভিযোগ ।