হাবরা, 15 ডিসেম্বর: দলের প্রভাবশালী নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে 'বালু'-র অভাব পূরণ করতে হাবরা বিধানসভায় সাতজনের একটি কমিটি গঠন করতে চলেছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব । রেশন দুর্নীতি কাণ্ডে জেলার হেভিওয়েট নেতা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই হাবরা বিধানসভার দলীয় সংগঠন কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করছেন তৃণমূলের প্রথম সারির নেতারা । সেই কারণে লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে সেখানে বিশেষ নজর দেওয়ার কাজ শুরু করেছে মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া আটজনের কোর-কমিটি । এ নিয়ে কোর-কমিটির সদস্যরা নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন বলে জানা গিয়েছেন ।
বৃহস্পতিবার বারাসতে জেলাপরিষদের তিতুমীর সভাকক্ষে কোর কমিটির যে বর্ধিত বৈঠক আয়োজিত হয়, সেখানেও ঘুরেফিরে এসেছে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হাবরা বিধানসভার কথা । এরপরই সেখানে সংগঠনে বাড়তি নজর দিতে সাতজনের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূলের কোর-কমিটি । এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে ।