পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোদপুরের অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি - অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি

অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি ৷ পার্টি অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্সে চারটি বোমা মারার চিহ্ন। তৃণমূল-বিজেপি সংঘর্ষ তুঙ্গে ৷

sodpur

By

Published : Nov 13, 2019, 11:42 PM IST

সোদপুর, 13 নভেম্বর: মধ্যরাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করল কিছু দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার সোদপুর-মধ্যমগ্রাম রোডের অমরাবতী মোড়ের তৃণমূল কার্যালয়ে বোমাবাজি ঘটে ৷ বুধবার সকালে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা পার্টি অফিস দেখতে আসেন ৷ তাদের দলীয় কার্যালয়ের দরজার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে চারটি বোমা মারার চিহ্ন দেখা যায় ৷ খবর পেয়েই খরদহ থানার পুলিশ তদন্তে নেমেছে । ওই এলাকায় বোমাবাজির কান্ডে তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে ৷

সামনেই পৌরনির্বাচন, তাই দলীয় উন্মাদনা বেশ তুঙ্গে ৷ বেশ কয়েকদিন ধরেই তৃণমূলৃ-BJP সংঘর্ষ চলছে ৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ BJP শান্ত পানিহাটিতে অশান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজ করে চলেছে । অপরদিকে BJP নেতৃত্ব জানাচ্ছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । এই বোমাবাজি ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই । তৃণমূল-BJP সংঘর্ষে গোটা পানিহাটিতে এখন রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে ।

ABOUT THE AUTHOR

...view details