দত্তপুকুর, 1 জানুয়ারি: হওয়ার কথা ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Kendra) ৷ কিন্তু তার বদলে বনে গিয়েছে তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office) ! এরই প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে সরব হলেন তৃণমূলেরই কর্মী-সমর্থকদের একাংশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুর-1 অঞ্চলের পূর্বাচলে ৷ ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমন ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল ৷ তাদের কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়াশিবির ৷
পূর্বাচলের 222 নম্বর পার্টের যে বাড়িটিতে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে, সেটি এলাকারই এক মৃত ব্যক্তির ৷ পরবর্তী সময়ে তাঁর আত্মীয়রা বাড়িটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দান করেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদবকে ৷ তিনিও সেই বাড়িটিতে শিশুশিক্ষা কেন্দ্র গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এমনটাই দাবি তৃণমূলের একাংশের ৷ যদিও সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি বলে অভিযোগ ৷ অন্তরার স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা শুকদেব যাদব রাতারাতি সেখানে দলের কার্যালয়ে তৈরি করান ! ইতিমধ্যেই সেই কার্যালয় সাজিয়ে তোলা হয়েছে ৷ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই এই কার্যালয়ের উদ্বোধন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তার আগেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন দলেরই মহিলা কর্মীরা ৷ যার জেরে ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
আরও পড়ুন:উদয়নের গড়ে প্রকট কোন্দল, প্রধান ও অঞ্চল সভাপতির চামড়া তুলে নেওয়ার হুমকি তৃণমূল কর্মীদের