বনগাঁ, 5 সেপ্টেম্বর : বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোটে জয়ী তৃণমূল ৷ বিরোধীরা অনাস্থা প্রস্তাব ডেকেছিল ৷ হাইকোর্টের নির্দেশে আজ জেলাশাসকের অফিসে অনাস্থা ভোট হয় ৷ জেলশাসক চৈতালি চক্রবর্তী এই ভোটের ফলাফল ঘোষণা করে জানান, 14-0 শূন্য ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷
আজ অনাস্থা ভোটে শাসকদল তৃণমূলের সমর্থনে 14টি ভোট পড়েছে ৷ তৃণমূলের 13 জন কাউন্সিলরই আজ জেলাশাসকের দপ্তরে অনাস্থা ভোটে অংশগ্রহণ করেন ৷ কংগ্রেসের কাউন্সিলর শাসকদলকে সমর্থন করায় তৃণমূলের ঝুলিতে যায় 14টি ভোট ৷ অন্যদিকে, BJP-র সাত কাউন্সিলর এদিনের অনাস্থা ভোটে অংশগ্রহণ করেননি ৷ অনুপস্থিত ছিলেন বাম কাউন্সিলরও ৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল ৷ যদিও BJP কাউন্সিলররা জানান, নিরাপত্তার অভাবে তাঁরা অনাস্থা ভোটে অংশগ্রহণ করতে পারেননি ৷ তাঁদের আরও অভিযোগ, হাইকোর্ট পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছিল ৷ এমনকী তাঁদের কঠোর নিরাপত্তা দিয়ে জেলাশাসকের দপ্তরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ৷ কিন্তু পুলিশ হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৷ পুলিশের পালটা বক্তব্য, BJP কাউন্সিলরদের নিরাপত্তার ব্যবস্থা করে ফোন করা হলেও তাঁরা কোনও সাড়া দেননি ৷