পশ্চিমবঙ্গ

west bengal

Nusrat Slams BJP: বিজেপিকে বাঁশ দিয়ে পেটানোর নিদান নুসরতের, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করতে তৃণমূলকে পালটা চ্যালেঞ্জ অগ্নিমিত্রার

ভোট চাইতে এলে বিজেপিকে বাঁশপেটা করুন, এমন নিদান দিয়ে বিতর্কের মুখে তৃণমূলের সাংসদ নুসরত জাহান । যদিও বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় তৃণমূলের তারকা সাংসদ । এই নিয়ে নুসরতের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷

By

Published : May 22, 2023, 6:44 PM IST

Published : May 22, 2023, 6:44 PM IST

Updated : May 22, 2023, 7:35 PM IST

Nusrat Slams BJP
Nusrat Slams BJP

বিজেপিকে বাঁশ দিয়ে পেটানোর নিদান তৃণমূল সাংসদ নুসরতের

বসিরহাট (উত্তর 24 পরগনা), 22 মে: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক এবং বিরোধীর কু’কথায় তেতে উঠছে বঙ্গ রাজনীতি । এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর 24 পরগনার বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহানের নামও । বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রীতিমতো বাঁশ দিয়ে পেটানোর নিদান দিলেন তৃণমূলের এই সাংসদ । যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । সেই বিতর্কে পালটা জবাবও দিয়েছে বিজেপি ৷ দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

নুসরত জাহান বলেন, "2021-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি । মানুষের উন্নয়নের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে । যাতে মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করতে না পারেন । সেই জন্য সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ভোট চাইতে এলে বিজেপিকে বাঁশপেটা করুন ৷"

তৃণমূল সাংসদের এই বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র । নুসরতকে পালটা জবাব দিয়েছেন আসানসোলের দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল ৷

অগ্নিমিত্রা বলেন, ‘‘যে কায়দায় আপনি এবং তৃণমূলের লোকজন মমতা বন্দ্যোপধ্যায়ের নেতৃত্বে দুর্নীতি করেছেন, বাংলার মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন, তাই এখন লড়াই বাংলার মানুষ ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হচ্ছে ৷ সেই কারণে ভাষণ দেওয়া বন্ধ করুন ৷ যদি সাহস থাকে তো পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করুন ৷ কেন আপনারা ঘোষণা করছেন না ?’’

তিনি আরও বলেন, ‘‘নুসরত জাহানকে অনুরোধ করব, আপনার শীর্ষ নেতৃত্বকে বলুন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে ৷ আর আমাদের হুমকি দেওয়া বন্ধ করুন ৷ কারণ, আমরা ভয় পাই না৷ এই ধরনের হুমকি দিতেই পছন্দ করি না ৷’’

রবিবার নবজোয়ার কর্মসূচি উপলক্ষে উত্তর 24 পরগনার বসিরহাটের সোলাদানা স্কুল সংলগ্ন মাঠে প্রস্তুতি সভা ছিল তৃণমূলের । সেখানেই হাজির হয়েছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান । এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি স্বরোজ বন্দ্যোপাধ্যায়-সহ অন‍্যান‍্যরা । বিধায়ক ও দলের জেলা নেতৃত্বের সামনেই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রীতিমতো রণংদেহি মূর্তি ধারণ করেন তৃণমূলের এই তারকা সাংসদ ।

নুসরত বলেন, "2021 সালে বলেছিল ইসবার, 200 পার ! ওই 200-র নৌকা অনেকক্ষণ ধরে টেনেছে । পার করতে পারেনি । মাঝনদীতেই ডুবে গিয়েছে । আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জোয়ার যখন আসে, তখন সমস্ত নৌকা এমনভাবে ভেস্তে দেবে, যে তাতে তোমার অনেক জ্বালা । জ্বালা হয়েছে ওদের (বিজেপি) । সেই জন্য বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে । কোটি কোটি টাকা পাঠানোর কথা কেন্দ্রীয় সরকারের । অথচ, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে । গরিব মানুষের পেটে লাথি মারছো । ভাতে মারার চক্রান্ত করছো । যাতে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য কাজ করতে না পারেন ৷"

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে তৃণমূল সাংসদ আরও বলেন, "আমরা যখন দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা টাকা মেটানোর দরবার করি । তখন ওরা কোনও কথা শোনে না । কিছু দেয় না বাংলার মানুষকে । বাংলার মানুষ তোমাদের (বিজেপি) ভোট দেবে কেন ? কী করেছো বাংলার মানুষের জন্য ? একটা ভোটও পাবে না ! বসিরহাটের মানুষ তোমাদের জন্য বড় একটা বাঁশ নিয়ে তৈরি হয়ে আছে । পঞ্চায়েতে প্রমাণ পাবে আবারও প্রমাণ দেবে বসিরহাটের মানুষ ৷"

অন‍্যদিকে, বিতর্কিত মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় তৃণমূলের তারকা সাংসদ । পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুসরত জাহান বলেন, "পঞ্চায়েত ভোটে মানুষই জবাব দেবে । এর আগেও মানুষ বাঁশ, কঞ্চি নিয়ে নিয়ে তাড়া করেছিল বিরোধীদের । বিশেষ করে বসিরহাটের মানুষ দাঙ্গাবাজ এবং ডবল ইঞ্জিন সরকারকে উপযুক্ত জবাব দিয়েছিল । আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য সততার সঙ্গে কাজ করে চলেছে । অথচ বিরোধীরা প্রতিনিয়ত তাঁকে গালমন্দ করে চলেছে । এটা কাঙ্ক্ষিত নয় ৷"

আরও পড়ুন:দলীয় সভায় অনুপস্থিত 50 শতাংশ বুথ সভাপতি, প্রয়োজনে অপসারণের নির্দেশ তৃণমূল জেলা সভাপতির

Last Updated : May 22, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details