দত্তপুকুর, 7 মে: বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে শুক্রবারই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বাংলায় 355 ও 356 ধারা খারিজ করা নিয়ে অমিত শাহের এই সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar reacts on Amit Shah's decision) ৷ রাজ্যে তৃণমূল সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি । সেখানেই এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, "উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী । আইন উনি জানেন । আইন মোতাবেক যেটা উনি বলেছেন, সেটা ওনার ব্যাপার । তবে, ঘরোয়া বৈঠকে উনি কী বলেছেন, তা আমি জানি না"।
গেরুয়া শিবিরকে এদিন কটাক্ষও করেছেন কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি বলেন, "মানুষের পাশে না থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা শুধু মুখ দেখাচ্ছেন টিভির পর্দায় । এভাবে মানুষের মনে জায়গা করতে পারবে না তারা । মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানুষের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন । বাংলার অনেক উন্নতি হয়েছে তাঁর আমলে । সরকারি সহযোগিতায় মানুষের জীবনের মানোন্নয়ন ঘটেছে । মমতা বন্দোপাধ্যায়ের মতো উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রীকে বাংলায় আগে দেখা যায়নি । ভারতবর্ষেও এরকম কোনও মুখ্যমন্ত্রী নেই ।"