পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kakoli Ghosh Dastidar on Amit Shah : স্বরাষ্ট্রমন্ত্রী আইন জানেন, শাহের রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ প্রসঙ্গে প্রতিক্রিয়া কাকলির - শাহের রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ প্রসঙ্গে প্রতিক্রিয়া কাকলির

রাজ্যে তৃণমূল সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এক অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar) ৷

Kakoli Ghosh Dastidar on Amit Shah
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

By

Published : May 7, 2022, 7:16 PM IST

দত্তপুকুর, 7 মে: বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে শুক্রবারই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বাংলায় 355 ও 356 ধারা খারিজ করা নিয়ে অমিত শাহের এই সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar reacts on Amit Shah's decision) ৷ রাজ্যে তৃণমূল সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি । সেখানেই এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, "উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী । আইন উনি জানেন । আইন মোতাবেক যেটা উনি বলেছেন, সেটা ওনার ব‍্যাপার । তবে, ঘরোয়া বৈঠকে উনি কী বলেছেন, তা আমি জানি না"।

গেরুয়া শিবিরকে এদিন কটাক্ষও করেছেন কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি বলেন, "মানুষের পাশে না থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা শুধু মুখ দেখাচ্ছেন টিভির পর্দায় । এভাবে মানুষের মনে জায়গা করতে পারবে না তারা । মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানুষের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন । বাংলার অনেক উন্নতি হয়েছে তাঁর আমলে । সরকারি সহযোগিতায় মানুষের জীবনের মানোন্নয়ন ঘটেছে । মমতা বন্দোপাধ্যায়ের মতো উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রীকে বাংলায় আগে দেখা যায়নি । ভারতবর্ষেও এরকম কোনও মুখ্যমন্ত্রী নেই ।"

অমিত শাহের রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ প্রসঙ্গে প্রতিক্রিয়া কাকলির

আরও পড়ুন : রান্নাঘরের উজ্জ্বলা এখন আন্ধেরা হয়ে গেল, এলপিজির মূল্যবৃদ্ধিতে কটাক্ষ ফিরহাদের

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ৷ তিনি জানিয়েছেন, জেলাজুড়েই মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আগামী 21 মে থেকে 31 মে পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details