পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kakoli at Didir Suraksha Kawach: ভোট না দিলে উন্নয়ন নয়, দিদির দূত কাকলির বক্তব্য ঘিরে বিতর্ক

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উত্তর 24 পরগনার ন’হাটা বাজারে হাজির হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar) ৷ সেখানে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷

Kakoli at Didir Suraksha Kawach
Kakoli at Didir Suraksha Kawach

By

Published : Jan 20, 2023, 7:21 PM IST

ভোট না দিলে উন্নয়ন নয়, দিদির দূত কাকলির বক্তব্য ঘিরে বিতর্ক

নহাটা (উত্তর 24 পরগনা), 20 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচি নিয়ে নিত্যদিন বাংলার কোনও না কোনও প্রান্তে বিতর্ক তৈরি হচ্ছে ৷ শুক্রবারও তার ব্যতিক্রম হল না ৷ এবার বারাসতের সাংসদ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ, উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকায় গিয়ে তিনি কার্যত জানিয়ে দিয়েছেন যে তৃণমূলকে ভোট না দিলে উন্নয়নের কাজ হবে না ৷ পরে অবশ্য তিনি বিতর্ক এড়াতে জানান যে আসলে ওই কথাটি তিনি মজা করে বলেছিলেন ৷ আসলে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) না থাকলে যে বাংলার উন্নয়ন সম্ভব নয়, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন বলে কাকলির দাবি ৷

এদিন তিনি দিদির দূত (Didir Doot) হয়ে হাজির হয়েছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভার ন’হাটা বাজারে ৷ সেখানেই স্থানীয় মানুষের সঙ্গে তিনি কথা বলেন ৷ তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন ৷ তার আগে অবশ্য ন’হাটা কৃষ্ণ মন্দিরে পুজো দেন ৷ ন’হাটা বাজার এলাকাটি আসলে চৌবেড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৷ ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় 87 নম্বর মোড় এলাকার রাস্তার অবস্থা খারাপ ৷ ওই রাস্তা সংস্কার করার প্রয়োজন রয়েছে ৷

কাকলি স্থানীয়দের থেকে জেনে নেন যে ওই এলাকায় পঞ্চায়েতের সদস্যের বিষয়ে ৷ কিন্তু সেখানে পঞ্চায়েতের সদস্য বিজেপির (BJP) জানার পর তিনি দাবি করেন যে সেই কারণেই এলাকায় উন্নয়ন হয়নি ৷ তখনই স্থানীয় বাসিন্দা সাবিত্রী দাস প্রতিবাদ করেন ৷ জানান, তাঁরা তৃণমূলকে ভোট দেন ৷ তাহলে তাঁদের কী দোষ ? তাঁরা কেন ভালো রাস্তার পাবেন না ! এমন হলে তাঁরাও তৃণমূলকে ভোট দেবেন না ৷ উত্তরে কাকলিকে বলতে শোনা যায়, ‘‘কিছুই হবে না ৷’’

আর এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ যদিও কাকলি এই কথা বলার পর লক্ষ্মীর ভান্ডার-সহ রাজ্য় সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন ৷ শেষে জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায় না থাকলে বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একই কথা বলেন ৷ মমতা না থাকলে বাংলার উন্নয়ন হবে না বলে আরও একবার দাবি করেন ৷ তবে ভোট না দিলে রাস্তা হবে না, এই বিষয়ে তাঁর মন্তব্য নিছক মজার ছলে করা বলেও তিনি দাবি করেন ৷ শেষে জানান, প্রত্য়েকের সমস্যা লিখে নেওয়া হয়েছে ৷ সব কাজই হবে বলে তিনি প্রতিশ্রুতিও দেন ৷

আরও পড়ুন:মন্ত্রীর সামনেই হাতাহাতি ! দিদির সুরক্ষা কবচে ফের অশান্তি

ABOUT THE AUTHOR

...view details