ব্যারাকপুর, 21 ডিসেম্বর: ভিকি যাদব খুনে অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং গ্রেফতার হওয়ার পর থেকেই টুইস্ট সামনে আসতে শুরু করেছে। এবার বিষয়টি নিয়ে সামনে আসল খুনের মূল ষড়যন্ত্রকারী ধৃত পঙ্কজ সিং-কে ঘিরে। যার সঙ্গে আবার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সখ্যতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে এই পঙ্কজ সিংয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির রয়েছেন খোদ তৃণমূল বিধায়ক। শুধু হাজির থাকাই নয়, হাসিমুখে জন্মদিনের কেকও খাইয়ে দিচ্ছেন একে অপরকে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে।
এই ভিডিয়ো সামনে আসতেই দলের বিধায়ক সোমনাথ শ্যামকে নিশানা করেছেন ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং। এনিয়ে তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভিকি যাদব খুনের ঘটনার পর থেকে বিধায়ক সোমনাথ শ্যামের মুখে বারবার উঠে এসেছে তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের নাম। তাঁকে বলতে শোনা গিয়েছে ভিকিকে খুন করিয়েছে পাপ্পুই। অথচ, এই খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে ধৃত পঙ্কজ সিংকে দেখিয়েছে পুলিশ। এখন বলা হচ্ছে পাপ্পু সিংই এই ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী। এটা যেন কোথাও পরস্পর বিরোধী মন্তব্য হয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন অর্জুন সিং।
একই সঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জন্মদিনের ভিডিয়োর প্রসঙ্গ টেনে বলেন, "পুলিশ যাকে ভিকি যাদব খুনে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দেখাচ্ছে সেই পঙ্কজ সিংয়ের জন্মদিন পালন করছেন বিধায়ক সোমনাথ শ্যাম। বিধায়কের পাশে দাঁড়িয়েই জন্মদিনের কেক কাটছে পঙ্কজ। সেই কেক খাইয়ে দিচ্ছেন সোমনাথ শ্যামকে। এর থেকে স্পষ্ট দু'জনের মধ্যে সম্পর্ক কতটা গভীর ৷" এদিকে, ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ না হয়ে কীভাবে পাপ্পু সিংয়ের কাছের হয়ে গেলেন ? এই প্রশ্ন তুলে সরবও হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, ভিকি যাদব খুনের ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিংকে। সূত্রের খবর, অন্য একটি মামলায় এদিন তাঁকে ডেকে পাঠায় ব্যারাকপুরের কমিশনারেটের গোয়েন্দা দফতর। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে পাপ্পুকে ভিকি যাদব খুনের মামলায় গ্রেফতার করেন তদন্তকারী অফিসার। অন্য একটি মামলায় ডেকে জিজ্ঞাসাবাদের পরও কীভাবে ভিকি যাদব খুনের মামলায় অর্জুনের ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন ধৃতের আইনজীবী রাকেশ সিং। এর পিছনে বিধায়কের ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন
- বড়দিনের আগে সরকারি কর্মীদের জন্য আরও 4 শতাংশ ডিএ ঘোষণা করলেন মমতা
- রবিবার রাজ্যে আসছেন অমিত শাহ ! দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
- নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় অনুমতি হাইকোর্টের, মহার্ঘভাতার দাবিতে পথে সরকারি কর্মচারীরা