বারাসত, 16 জানুয়ারি: "ডাক্তরি-সহ সব পেশাতেই কমিশন চালু রয়েছে ৷" রবিবার আইএমএ-র বার্ষিক সাধারণ সভায় এমনই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি ৷ চিকিৎসায় গাফিলতি কিংবা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ইদানিং বেড়েছে রাজ্যে। তা নিয়েও রবিবার মুখ খুলেছেন শাসকদলের এই বিধায়ক। সেই প্রসঙ্গে বলতে গিয়ে হামলাকারীদের কার্যত সমাজবিরোধী অ্যাখা দিয়ে শকুনের ভাগাড়ের সঙ্গে তুলনা করেছেন নির্মল মাঝি।
নির্মলের কথায়, "শুধু ডাক্তাররা কেন? উকিল, বিচারক, ইঞ্জিনিয়র সকলেই কমিশন খায়। সব স্তরের কিছু খারাপ লোক থাকে। ডাক্তারদের ক্ষেত্রে যদি সেটা 5 শতাংশ হয়ে থাকে। অন্য পেশায় সেটা প্রায় 50 শতাংশের কাছাকাছি রয়েছে।" এরপর তিনি বলেন, "কিছু অসামাজিক এবং প্রতিহিংসাপরায়ণ লোক আছে যারা চিকিৎসক দেখলেই গাত্রদহে ভোগে। তাঁরা জন্তুর থেকেও অধম। জন্তুরা পর্যন্ত সেই সমস্ত সমাজ বিরোধীদের দেখে লজ্জা পাবে। তাঁরা সবসময় শকুনের ভাগাড়ের মতো ওত পেতে থাকে। কখন ডাক্তাররা চিকিৎসা ক্ষেত্রে ভুলভ্রান্তি করবেন। চিকিৎসকরা ভুলভ্রান্তি না-করলেও তাঁদের ওপর চপেটাঘাত করার চেষ্টা চলে। এইভাবে ডাক্তারদের ওপর যারা উৎপীড়ন-নিপীড়ন এবং অসম্মান করছেন, তাঁরা আর যাই হোক হয়, মানুষ নন। জন্তু-জানোয়ার।"