বারাসত, 17 জুন: 'যে যখন যেখানে শাসকের ভূমিকায় থাকে । সেখানেই একচেটিয়া ভোট হয়ে থাকে । বঙ্গে এই ট্র্যাডিশন চলে আসছে দীর্ঘদিন ধরে । আমি চাইলেও তা পালটাতে পারব না', ইটিভি ভারতে বিস্ফোরক উত্তর 24 পরগনার অশোকনগরের বিধায়ক তৃণমূলের নারায়ণ গোস্বামী ।
বিধায়কের এমন মন্তব্যে বিরোধীদের সন্ত্রাসের অভিযোগকেই পক্ষান্তরে মান্যতা দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও, ভোটে সব জায়গায় যে সন্ত্রাস হয়েছে, তা অবশ্য মানতে চাননি শাসক দলের এই বিধায়ক । তাঁর কথায়, "বাংলায় কিছু পকেট, ব্লক ও পঞ্চায়েতে হয়তো সন্ত্রাস হয়ে থাকতে পারে । এটা অস্বীকার করা যায় না । কিন্তু সেই সমস্ত এলাকাগুলি একেবারে দুর্গম । অর্থাৎ প্রাকৃতিক চরিত্রগত দিক থেকে সেগুলো অনেক পিছিয়ে । যার চারিত্রিক বৈশিষ্টও রয়েছে । সেখানেই কেবলমাত্র সন্ত্রাস, ভোটে রিগিং হয়ে থাকে ৷"
শনিবার উত্তর 24 পরগনার বারাসতে এক কর্মসূচিতে যোগ দিতে আসেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের জেলা পরিষদ আসনের প্রার্থী তথা শাসকদলের হেভিওয়েট নেতা নারায়ণ গোস্বামী । সেই কর্মসূচির ফাঁকে তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের । ভোটে সন্ত্রাসের অভিযোগ-সহ বিরোধী রাজনৈতিক দলের মনোনয়নে বাধা । সমস্ত প্রশ্নেরই এ দিন খোলামেলা উত্তর দেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।
তিনি বলেন, "কিছু জায়গায় ভোটে সন্ত্রাস হয়েছে ঠিকই । তবে তার সংখ্যা অতি নগণ্য । যে সমস্ত এলাকায় মানুষ সচেতন সেখানে কখনই ভোটে সন্ত্রাস কিংবা রিগিং হয় না । সন্ত্রাস সেখানেই হয়, যেখানে মানুষ অসচেতন ও সেই এলাকাটি দুর্গম ৷" ভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে দাবি অশোকনগরের তৃণমূল বিধায়কের ।