বারাসত, 28 অক্টোবর: রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি। ঠিক তখন বাকিবুর রহমানের উত্থানের পিছনে সিপিএমের হাত রয়েছে বলে দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ উত্তর 24 পরগনা জেলাপরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে শুক্রবারই কেন্দ্রীয় তদন্তকারীসংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গেরেফতার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ তাঁর গ্রেফতারির বিরুদ্ধে শনিবার বারাসত শহরে এক প্রতিবাদ সভা করে জেলা তৃণমূল নেতৃত্ব । সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতা ৷
এদিন বারাসতের চাঁপাডালি মোড় থেকে প্রথমে শুরু হয় তৃণমূলের এই প্রতিবাদ মিছিল । সেই প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূলের একাধিক নেতা-কাউন্সিলরকে । সামিল হন জ্যোতিপ্রিয়'র বিরুদ্ধ গোষ্ঠীর নেতারাও । মিছিল বারাসত উড়ালপুল হয়ে শেষ হয় বারাসত শহরের প্রাণকেন্দ্র কলোনি মোড়ে । সেখানেই পরে প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে । শুরুর দিকে না-থাকলেও পরে ওই প্রতিবাদ সভায় যোগ দেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ জেলাপরিষদের সভাধিপতি ও অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । প্রতিবাদ সভা থেকে জ্যোতিপ্রিয়'র গ্রেফতারি নিয়ে সুর চড়ান তৃণমূল নেতারা ।
সেই প্রসঙ্গেই বলতে গিয়ে পরে সংবাদমাধ্যমের সামনে বাকিবুর রহমানের উত্থানের প্রসঙ্গ টেনে আনেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিধায়ক নারায়ণ গোস্বামী । তিনি বলেন, "বাকিবুর রহমান কে ? 2007 সাল থেকে ও(বাকিবুর)-র উত্থান ! সেই সময় তো তৃণমূলের সরকার ছিল না ! তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় । মন্ত্রীও ছিলেন না জ্যোতিপ্রিয় মল্লিক । যে সময়ে বাকিবুর রহমানের উত্থান, তখন রাজ্যের ক্ষমতায় সিপিএম । মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । বাম সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন একজন ! তাহলে তো তাঁকেও এই তদন্তের আওতায় আনতে হয় ৷" কেন বাম আমলের ওই খাদ্যমন্ত্রী তদন্তের বাইরে, তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই বিধায়ক ।
আরও পড়ুন: মন্ত্রী হওয়ার পর গ্রামেও সম্পত্তি বেড়েছে জ্যোতিপ্রিয়র, অভিযোগ বিরোধীদের