পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MLA on Mamata: মমতাকে ভারতরত্ন দেওয়ার দাবি বিধায়কের, কটাক্ষ বিজেপির - বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস

ফের বিরোধীদের সমালোচনার মুখে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Bangaon TMC MLA)৷ কিন্তু কি এমন বললেন তিনি ?

Etv Bharat
বিধায়কের দাবি মমতাকে ভারতরত্ন দেওয়া হোক

By

Published : Jan 29, 2023, 8:43 AM IST

Updated : Jan 29, 2023, 9:46 AM IST

মমতাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বাগদার বিধায়ক

বনগাঁ, 29 জানুয়ারি: কখনও রানি রাসমণি, তো কখন আবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) তুলনা করে আগেও বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন বাগদার বিধায়ক ও বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস(Biswajit Das MLA of Bagda)। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবি করেলেন । শনিবার উত্তর 24 পরগনার গোপালনগরে দলীয় জনসভা থেকে এমনটাই দাবি করেন বিশ্বজিৎ । তাঁর এই দাবিকে সমর্থন করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও । যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ।

চলতি মাসের 25 তারিখে গোপালনগরের মাঠে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই একাধিক দাবিতে জনসমাবেশ করে । কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে শনিবার মূলত সেই সভার পালটা জনসভা করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস । এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও জেলার অন্য়ান্য নেতৃত্ব-সহ সমস্ত ব্লক সভাপতিরা ।

এদিনের সভামঞ্চ থেকে বিজেপি ও বামেদের একাধিক বিষয় নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন বিধায়ক বিশ্বজিৎ দাস । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি লেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প জনমুখী প্রকল্প । তার মধ্যে দুয়ারে সরকার প্রকল্প রাষ্ট্রপতি ভবন থেকে প্রথম স্থান অধিকার করেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প সমাদৃত হচ্ছে সারা বিশ্বজুড়ে । ফলে উন্নয়নের নিরিখে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দিতে হবে ।"

বিধায়কের এই বক্তব্যর সময় মঞ্চে বসে ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । এই মন্তব্যের সমর্থন জানিয়ে তিনি বলেন, "এটা ভালোবাসার দাবি । আর তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা লড়াই তাতে আগামী দিনে তাঁকে নিয়ে গবেষণা হবে ।" বিধায়কের এহেন মন্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । এই বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, "বিশ্বজিৎ দাসের সঙ্গে আমি এক মত । তবে তাঁকে দুর্নীতির দিক থেকে শীর্ষে থাকার জন্য ভারতরত্ন দেওয়া উচিত ৷ কারণ দুর্নীতি, স্বজনপোষণ-সহ সব দিক থেকে যদি কেউ এগিয়ে থাকে এবং বাংলাকে শেষ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"

আরও পড়ুন :অনুব্রতর সার্কাসের চাবি আমাদের হাতে, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

Last Updated : Jan 29, 2023, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details