বারাসত, 26 অক্টোবর:রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের ভিন্ন সুর শোনা গেল তাঁর দলেরই বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর গলাতে। চিরঞ্জিত বলেন, "অন্যরা হয়তো পরিষ্কার নয় ! অপরিচ্ছন্ন থাকলেও থাকতে পারে। তবে এটুকু বলতে পারি আমি একজন পরিষ্কার-পরিচ্ছন্ন, সাদা মানুষ। এমন কোনও কাজ করিনি যে, ইডি-সিবিআই ধরবে। আয়কর দফতরও ধরতে পারবে বলে মনে হয় না। কারণ আমার সবকিছুই পরিষ্কার রয়েছে ৷"
বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুজো কার্নিভালে যোগ দিতে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।চাঁপাডালি মোড়ে আয়োজিত পুজো কার্নিভালের মঞ্চ থেকে এদিন বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মনোরম অনুষ্ঠান উপভোগ করেন তিনি। চিরঞ্জিত ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। অনুষ্ঠানের ফাঁকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি-র ম্যারাথন তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন করা হয় তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে ৷ আর সেই প্রশ্নের উত্তরে দলেরই সতীর্থ জ্যোতিপ্রিয়র নাম না-করে তিনি বলেন, "দাগ আছে হয়তো দু-চারটে। তেমন উল্লেখযোগ্য নয়। ঝাপসা। আমি আমার বিষয়ে বলতে পারি, সম্পূর্ণ সাদা। কোনও দাগ পাবে না ৷"